উল্লেখ্য, গতকাল দুবাইতে বৈঠকে বসেছিলেন দুই প্রতিবেশী দেশের বোর্ডের আধিকারিকরা। যদিও সেই বৈঠক আদৌ ফলপ্রসু হয়নি। ক্রীড়ামন্ত্রীর গতকালের মন্তব্যের পর দুই দেশের সিরিজ শুরু হওয়ার ক্ষীণ সম্ভাবনাও আপাতত বিশ বাঁও জলে।
দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য পাক বোর্ডের সঙ্গে সমঝোতা পত্র স্বাক্ষর করেছিল বোর্ড। কিন্তু সেই চুক্তি মেনে ভারত পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলেনি। এজন্য পাক বোর্ড প্রায় ৩৮৭ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে। গতকাল অন্যান্য বিষয়ের সঙ্গে এই বিষয়টি নিয়েও আলোচনা করতে বৈঠকে বসেছিল বিসিসিআই-পিসিবি।