সিডনি: একে তো ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ হারের মুখে অস্ট্রেলিয়া, এর মধ্যে বিড়ম্বনা বাড়ল অধিনায়ক টিম পেইনের সঙ্গে রণকৌশল নিয়ে পেসারদের মতানৈক্যে। অস্ট্রেলিয়ার বোলিং কোচ ডেভিড সেকারই স্বীকার করেছেন, সিডনিতে চলতি টেস্টের প্রথম দিন রণকৌশল নিয়ে অধিনায়কের সঙ্গে একমত ছিলেন না পেসাররা। খেলা শেষ হওয়ার পর তাঁদের উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

গতকাল প্রথম দিনের খেলার শেষে ভারতের রান ছিল ৪ উইকেটে ৩০৩। ময়ঙ্ক অগ্রবাল, চেতেশ্বর পূজারাদের দাপটে ম্লান হয়ে যান অস্ট্রেলিয়ার তিন পেসার জোশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। ভারতের ব্যাটসম্যানদের বিরুদ্ধে কী রণকৌশল হওয়া উচিত, সে বিষয়ে ভিন্ন মেরুতে ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ও পেসাররা। এ বিষয়ে অস্ট্রেলিয়ার বোলিং কোচ বলেছেন, ‘বোলাররা যেটা চাইছিল, টিম সেটা চাইছিল না। ও অন্যরকম কৌশলের কথা ভাবছিল। এটা সাধারণত হয় না, কিন্তু মাঠের বাইরে থেকেই বোঝা যাচ্ছিল ওদের মধ্যে সমস্যা হচ্ছে। গতকাল খেলা শেষ হওয়ার পর আমার ও প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে দলের বাকিদের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। আমাদের মনে হয়েছিল, সিডনি টেস্টের প্রথম দিনটা আমাদের পক্ষে হতাশাজনক ছিল। সেই কারণেই খেলোয়াড়দের সঙ্গে কথা বলছিলাম। শুধু আমি না, জাস্টিনও বোলারদের পারফরম্যান্সে অখুশি ছিল। আমাদের বোলারদের মধ্যে ধারাবাহিকতার অভাব ছিল।’

অস্ট্রেলিয়ার অফস্পিনার নাথান লিয়নও জানিয়েছেন, তিনি অস্ট্রেলিয়ার রণকৌশল নিয়ে খুশি নন। প্রথম দিনের খেলা শেষ হওয়ার পর তিনি বলেন, ‘আমি বোলিংয়ের কৌশল নিয়ে একেবারেই সন্তুষ্ট হইনি। প্রথম দিন উইকেটে আর্দ্রতা থাকলেও, আমরা তার সুযোগ নিতে পারিনি। আমার মনে হয়েছিল ফুল লেংথে বল করা উচিত ছিল। কিন্তু অধিনায়ক ও বোলাররা ভিন্ন পরিকল্পনা করে, যেটা কাজে লাগেনি।’