লন্ডন: চলতি বিশ্বকাপে প্রথম দু’টি ম্যাচেই হেরে গিয়ে বিপাকে দক্ষিণ আফ্রিকা। বুধবার তৃতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছেন ফাফ দু প্লেসিরা। এটাই বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ। বিরাট কোহলিরা প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে গেলেও, দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ফুরফুরে মেজাজে। প্রথম ম্যাচ জিতে বিশ্বকাপ অভিযানের শুরুটা ভালভাবে করাই ভারতীয় দলের লক্ষ্য। ফলে দক্ষিণ আফ্রিকার কাজটা সহজ নয়। ভারতের বিরুদ্ধে ম্যাচে ভুল করার কোনও জায়গা নেই বলেই মনে করছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার জ্যাক কালিস।


বাংলাদেশের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার হারের পর কালিস বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার পরের ম্যাচের আগে চাপ বেড়ে গিয়েছে। এটা অত্যন্ত হতাশাজনক। ভারতের বিরুদ্ধে হেরে গেলে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার আশা শেষ হয়ে যেতে পারে। ভারতের এটা প্রথম ম্যাচ এবং দক্ষিণ আফ্রিকার তৃতীয় খেলা। তা সত্ত্বেও ম্যাচ মোটেই সহজ হবে না। ভারতীয় দল বিশ্বের অন্যতম সেরা। ওদের বিরুদ্ধে সামান্য ভুলও করা চলবে না।’

কালিস আরও বলেছেন, ‘ভারতীয় দল এক সপ্তাহ কোনও ম্যাচ খেলেনি। প্রথম ম্যাচে ওরা কিছুটা স্নায়ুর চাপে ভুগতে পারে। আমাদের দলের সেই সমস্যা নেই। এই ম্যাচে আমাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে হবে। আমরা একটা ম্যাচ জিতলেই দলের চেহারা বদলে যেতে পারে। পরপর ম্যাচ জিতে আমরা সেমিফাইনালে যাওয়ার দৌড়ে ঢুকে পড়তে পারি। ফলে এই গুরুত্বপূর্ণ অবস্থায় কোনও ভুল করা চলবে না। সেমিফাইনালে যেতে গেলে ৬টা ম্যাচ জিততে হবে। ফলে দক্ষিণ আফ্রিকার বাকি সব ম্যাচই গুরুত্বপূর্ণ।’

ভারতের বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডি। এ বিষয়ে কালিস বলেছেন, ‘লুঙ্গি এনগিডির চোট ফাফের (দু প্লেসি) কাজটা কঠিন হয়ে গেল। ও বিশ্বমানের খেলোয়াড় এবং আমাদের আক্রমণের অন্যতম ভরসা। এখন ভারতের বিরুদ্ধে ডেল স্টেইনকে খেলাতে হবে। আশা করি ও অনেকটাই ফিট হয়ে গিয়েছে।’