কলকাতা: প্রয়াত হলেন অতীতদিনের প্রখ্যাত অভিনেত্রী ও ক্যালকাটা ইউথ কয়্যারের প্রতিষ্ঠাত্রী রুমা গুহ ঠাকুরতা। বয়স হয়েছিল ৮৪ বছর। আজ ভোরে কলকাতার বাড়িতে ঘুমের মধ্যে মারা গিয়েছেন তিনি।
১৯৩৪-এ রুমার জন্ম কলকাতাতেই। মা সতী দেবী বিখ্যাত গায়িকা ছিলেন, ছিলেন দেশের প্রথম মহিলা সঙ্গীত পরিচালক। বাবা সত্যেন ঘোষ। রুমার ছোটবেলা কাটে আলমোড়া ও মুম্বইতে। ১৯৫২-য় বিয়ে করেন কিশোর কুমারকে, ৬ বছর পর বিবাহ বিচ্ছেদ হয়। তাঁদের একমাত্র সন্তান প্রখ্যাত গায়ক অমিত কুমার।
১৯৬০-এ রুমা বিয়ে করেন অরূপ গুহঠাকুরতাকে। তাঁদের সন্তান অয়ন গুহঠাকুরতা ও গায়িকা শ্রমণা গুহঠাকুরতা। এর মধ্যে ১৯৫৮-য় রুমা প্রতিষ্ঠা করেন ক্যালকাটা ইউথ কয়্যার। সুঅভিনেত্রী রুমা সত্যজিৎ রায়ের অভিযান ও গণশত্রু ছবিতে অভিনয় করেছেন। তিন কন্যা-র মণিহারা-য় বাজে করুণ সুরে গানটি তাঁর গাওয়া। এছাড়া গঙ্গা, পলাতক, বালিকা বধূ, অ্যান্টনি ফিরিঙ্গি ও আশিতে আসিও না ছবিতে তাঁর অভিনয় দর্শকরা আজও মনে রেখেছেন।
আজই শহরে ফিরছেন অমিত কুমার। সন্ধেয় রুমার অন্ত্যেষ্টি হবে।
প্রয়াত বর্ষীয়াণ অভিনেত্রী-গায়িকা রুমা গুহঠাকুরতা
ABP Ananda, Web Desk
Updated at:
03 Jun 2019 10:11 AM (IST)
১৯৫৮-য় রুমা প্রতিষ্ঠা করেন ক্যালকাটা ইউথ কয়্যার। সুঅভিনেত্রী রুমা সত্যজিৎ রায়ের অভিযান ও গণশত্রু ছবিতে অভিনয় করেছেন।
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -