গুয়াহাটি: টিম ইন্ডিয়ার নয়া স্পিন সেনসেশন চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। বর্তমানে ভারতের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার জায়গায় খেলানো হচ্ছে কুলদীপ ও যজুবেন্দ্র চাহলকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে দলে দুই রিস্ট স্পিনারকে রাখার কৌশল দারুন সফল হয়েছে। একদিনের সিরিজ ৪-১ জয়ের ক্ষেত্রে এই দুই স্পিনার উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন। দুই স্পিনারের দাপট দেখা গিয়েছে টি ২০ সিরিজের প্রথম ম্যাচেও। দেশের ক্রিকেট মহলে ইতিমধ্যেই অশ্বিন ও জাদেজার বিকল্প হিসেবে কুলদীপ ও চাহলের নাম নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। এ ব্যাপারে প্রশ্ন করা হলে কুলদীপ বলেছেন, অশ্বিন ও জাদেজার পরিবর্ত হয়ে ওঠার কোনও ভাবনাই তাঁর নেই। ২২ বছরের স্পিনার বলেছেন, আমি এক দূর ভাবছি না। ভারতের হয়ে তিনটি ফর্ম্যাটেই ধারাবাহিক পারফর্মার অ্যাশ ও জাড্ডুভাই। তাঁদের পরিবর্ত হয়ে ওঠা নিয়ে কোনও প্রশ্নই হতে পারে না।
কুলদীপ বলেছেন, আমরা এখনও ছোট। আমাদের মধ্যে এখনও অনেক ক্রিকেট রয়েছে।
অসি ব্যাটসম্যানরা মাঠে তাঁকে ও চাহলকে খেলতে গিয়ে খেই হারিয়ে ফেলেছেন। কুলদীপ অবশ্য নিজেকে মিস্ট্রি স্পিনার বলে মানতে নারাজ। তিনি বলেছেন, সঠিক জায়গায় ও নির্দিষ্ট লক্ষ্য রেখে বল করতে হবে। বোলিংয়ের মৌলিক এই কৌশলেই আস্থা রেখে চলতে চান তিনি।
বোলার হিসেবে পরিণত হয়ে ওঠার জন্য তিনি দুই অসি স্পিনার ব্র্যাড হগ ও শ্যেনও ওয়ার্নের কাছ থেকে অনেক কিছু শিখেছেন বলে জানিয়েছেন কুলদীপ।, ছোট থেকেই ওয়ার্নকে অনুসরন করতেন বলে মন্তব্য করেছেন কুলদীপ। ওয়ার্ন তাঁর কাছে ছিলেন আদর্শ। ওয়ার্ন যে কৃতিত্ব অর্জন করেছেন তাঁর ৫০ শতাংশ পেলেই জীবন সফল হবে বলে জানিয়েছেন কুলদীপ। তিনি বলেছেন, কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সময় হগের কাছ থেকে অনেক কিছু শিখেছেন।
অশ্বিন-জাদেজার পরিবর্ত হয়ে ওঠার কোনও প্রশ্নই নেই: কুলদীপ
ABP Ananda, web desk
Updated at:
09 Oct 2017 06:29 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -