নয়াদিল্লি: নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ভারতে চলছে লকডাউন। স্তব্ধ হয়ে গেছে ক্রীড়াঙ্গন। বন্ধ রয়েছে সমস্ত খেলাধুলা। এই পরিস্থিতিতে কবে স্বাভাবিক হবে তা কারও জানা নেই। ঘরবন্দি জীবন কাটছে পাঠান ভাতৃদ্বয়েরও।





সেলুন বন্ধ। অথচ হেয়ারকাটিং দরকার হয়ে পড়েছিল ইউসুফ পাঠানের। তাঁর সাহায্যে এগিয়ে এলেন ভাই ইরফান। ট্রিমার হাতে তিনিই হয়ে উঠলেন দাদার হেয়ার স্টাইলিস্ট। ইউসুফের চুল-দাড়ি ট্রিম করে দিলেন জাতীয় দলের প্রাক্তন তারকা অলরাউন্ডার ইরফান। পরে ইউসুউ সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দেন। সঙ্গে লেখেন, ‘চুল-দাড়ি কাটার আগে ও পরে। সৌজন্যে নাপিতের ভূমিকায় অবতীর্ণ হওয়া ইরফান।’



এর আগে বিরাট কোহলির চুল কেটে দিয়েছিলেন স্ত্রী অনুষ্কা শর্মা। সচিন তেন্ডুলকর নিজেই কেটেছিলেন নিজের চুল। সুরেশ রায়নাও বাড়িতেই চুল কেটেছিলেন। সোশ্যাল মিডিয়ায় তাঁরা ছবি দিয়ে সেটা জানিয়েওছিলেন।