ইংল্যান্ডের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ফিফা মেডিক্যাল কমিটির সদস্য মিশেল ডি’হুগ জানিয়েছেন, ‘বেশিরভাগ ফুটবলারই খেলার সময় মাঠে থুতু ফেলেন। এটা খুব একটা স্বাস্থ্যকর নয়। খেলা যখন ফের শুরু হবে, তখন আমাদের এটা এড়িয়ে যাওয়া উচিত। তবে সেটা সম্ভব কি না, সে বিষয়ে প্রশ্ন রয়েছে। তবে ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য কেউ থুতু ফেললে রেফারি হলুদ কার্ড দেখাতে পারেন। ফলে ফের যখন খেলা শুরু হবে, আমাদের সতর্ক থাকতে হবে।’
ইংলিশ প্রিমিয়ার লিগ বন্ধ হওয়ার আগেই অবশ্য ফুটবল অ্যাসোসিয়েশন স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। হ্যান্ডশেকের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খেলা বন্ধ থাকলেও, ইংলিশ প্রিমিয়ার লিগের কয়েকটি দল অনুশীলন শুরু করেছে। তবে সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে।