নয়াদিল্লি: আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি টি ২০ ম্যাচে এক তরফা জয় পেয়েছে ভারত। এবার টিম কোহলি মুখোমুখি দুরন্ত ফর্মে থাকা ইংল্যান্ডের বিরুদ্ধে। দু দেশের মধ্যে তিন ম্যাচের টি ২০ সিরিজের প্রথম খেলা হবে আজ রাত দশটায় ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। এই ম্যাচের মাধ্যেমেই ভারত ইংল্যান্ডের দীর্ঘ আড়াই মাসের সফরের সূচনা করবে।
দেখে নেওয়া যাক, কয়েকটি আকর্ষণীয় তথ্য ও পরিসংখ্যান
# টি ২০ ক্রিকেটে ভারত ও ইংল্যান্ডের মধ্যে ১১ টি ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে ইংল্যান্ড ৬ ও ভারত ৫ ম্যাচে জিতেছে। যদিও ইংল্যান্ডে ভারত একটিও টি ২০ ম্যাচ এখনও জিততে পারেনি। এবার এই রেকর্ড বদলে দিতে পারে ভারত।
# ভারত ও ইংল্যান্ডের টি ২০ ম্যাচে দুই দেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান ইওন মর্গ্যানের। ইংল্যান্ডের অধিনায়ক ভারতের বিরুদ্ধে টি ২০-তে মোট ২৮৪ রান করেছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে ভারতের সুরেশ রায়না। তাঁর সংগ্রহ ২৬৫ রান। ২৬৪ রান করে তৃতীয় স্থানে মহেন্দ্র সিংহ ধোনি। এই সিরিজে তিন ব্যাটসম্যানের লড়াই বেশ আকর্ষণীয় হতে চলেছে।

# টি ২০ খেলা, আর ছক্কার প্রসঙ্গ উঠবে না, এমনটা সম্ভব নয়। ভারত ও ইংল্যান্ডের মধ্যে লড়াইয়ে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন মর্গ্যান। তিনি মোট ১৭ টি ওভার বাউন্ডারি মেরেছেন। তালিয়ায় ১৫ ছক্কা সহ দ্বিতীয় স্থানে যুবরাজ সিংহ। ১৪ ছক্কা সহ তৃতীয় স্থানে রায়না।
#দুদেশের খেলায় সবচেয়ে বেশি উইকেট সংগ্রহের তালিকায় প্রথমে রয়েছেন টার্বুনেটর হরভজন সিংহ ও যজুবেন্দ্র চাহল। দুজনেরই সংগ্রহ আটটি করে উইকেট। এবার চাহলের কাছে এই তালিকায় শীর্ষে উঠে আসার সুযোগ।
# আন্তর্জাতিক টি ২০ তে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ২০০০ রান পূর্ণ করার সুযোগ ভারতের অধিনায়ক বিরাট কোহলির সামনে। এই রেকর্ড থেকে মাত্র ৮ রান দূরে কোহলি। রোহিত শর্মাও আর ৫১ রান করলেই ২০০০ রান পূর্ণ করে ফেলবেন।
# দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে টি ২০ তে ৫০ উইকেট দখলের সুযোগ চাহলের সামনে। টি ২০ তে তাঁর সংগ্রহ ৪১ উইকেট। ৫২ উইকেট নিয়ে তালিকায় শীর্ষে আর অশ্বিন।