কেকেআর টিম হোটেলে আপন খেলায় মেতে ছোট্ট আবরাম...
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 May 2017 10:10 PM (IST)
1
বাবা শাহরুখ খানের সঙ্গে কেকেআর-এর খেলা দেখতে এসেছিল আবরাম। কিন্তু, ক্রিকেট খেলার চেয়ে আবরাম মেতে ওঠে নিজের খেলায়।
2
অটোগ্রাফ দেওয়ার প্র্যাকটিস করছেন কি আবরাম?
3
সোনুর ছেলের সঙ্গেও খেলতে দেখা যায় আবরামকে।
4
সব ছবি সৌজন্য - মানব মঙ্গলাণী।
5
6
মুম্বই বিমানবন্দরেও ক্যামেরায় ধরা পড়ল আবরামকে।
7
খেলা শেষ হওয়ার পর দর্শকরা শাহরুখের এক ঝলক দেখার জন্য মুখিয়ে ছিলেন।
8
খেলার পর মাঠেই দৌড় লাগাতে শুরু করে আবরাম।
9
খেলা দেখতে এসেছিলেন বলিউড তারকা সোনু সুদ।
10
সেই ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়।