নয়াদিল্লি: কিংবদন্তী সচিন তেন্ডুলকরের টেস্ট অভিষেকের ২৮ বছর পূর্ণ হল আজ। ১৯৮৯ সালের ১৫ নভেম্বর করাচির ন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামেন ১৬ বছরের সচিন। সেটি ছিল টেস্টের ইতিহাসে ১,১২৭-তম ম্যাচ। একই ম্যাচে অভিষেক হয় আরও তিন ক্রিকেটারের। ভারতের হয়ে সচিন ছাড়াও খেলতে নামেন সলিল আঙ্কোলা। পাকিস্তানের হয়ে খেলতে নামেন ওয়াকার ইউনিস ও শাহিদ সইদ। প্রথম ইনিংসে ২৪ বলে ১৫ রান করে ওয়াকারের বলে আউট হন সচিন। তিনি দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পাননি।



সচিনের প্রথম টেস্টটি আবার অপর এক কিংবদন্তী কপিল দেব নিখাঞ্জের শততম টেস্ট ম্যাচ ছিল। তিনিই প্রথম পেসার হিসেবে শততম ম্যাচ খেলেন। কপিলই সেই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। ম্যাচটি অবশ্য ড্র হয়। প্রথম ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখাতে না পারলেও, সেদিনই ক্রিকেটবিশ্ব ভবিষ্যতের উজ্জ্বলতম নক্ষত্রকে পেয়ে গিয়েছিল। তিনি পরবর্তী প্রায় আড়াই দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেট শাসন করেন। একই টেস্টে অভিষেক হওয়া বাকি তিন ক্রিকেটার সাফল্যের বিচারে সচিনের ধারেকাছে নেই।