নয়াদিল্লি: ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তানের মধ্যে ম্যাচ মানেই উত্তেজনার পারদ তুঙ্গে। গত বুধবার এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত ও পাকিস্তান যখন মুখোমুখি হয়েছিল দুই দেশের সমর্থকদের চোখ আঠার মতো মাঠের সঙ্গে জুড়ে গিয়েছিল। ম্যাচের প্রতিটি মুহূর্তের উত্তেজনা তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন দর্শকরা। এরইমধ্যে গ্যালারির এক দর্শক নজর টেনেছেন। ওই দর্শক রাতারাতি ভারতীয় দর্শকদের একাংশেরও মন জয় করেছেন।


আসলে মাঠের লড়াইয়ের মধ্যে এই সুন্দর মুখ ক্যামেরায় ধরা পড়ার পরই ওই তরুণী পাক সমর্থকদের ছবি সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে।
গত বুধারের ম্যাচে ভারতের কাছে যখন পাকিস্তান হার ছিল, তখন সোশাল মিডিয়ায় ওই তরুণীর ছবি ছড়িয়ে পড়ে। নেটিজেনদের একাংশ ওই তরুণীর পরিচয় জানতে উত্সুক হয়ে ওঠেন। পরে জানা যায়, পাক দলের সমর্থক এই তরুণীর নাম নিভ্যা নাভোরা।
ভারত বনাম বাংলাদেশের ম্যাচ চলাকালেও তাঁকে দেখা গিয়েছিল।এর আগে পাকিস্তানের ম্যাচগুলিতে মেন ইন গ্রিনদের জন্য গলা ফাটিয়েছিলেন তিনি। ভারত বনাম বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে কালো পোশাকে দেখা যায় তাঁকে।


দেখে নেওয়া যাক, ওই তরুণী সম্পর্কে নে়টিজেনদের কিছু প্রতিক্রিয়া-