আসলে মাঠের লড়াইয়ের মধ্যে এই সুন্দর মুখ ক্যামেরায় ধরা পড়ার পরই ওই তরুণী পাক সমর্থকদের ছবি সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে।
গত বুধারের ম্যাচে ভারতের কাছে যখন পাকিস্তান হার ছিল, তখন সোশাল মিডিয়ায় ওই তরুণীর ছবি ছড়িয়ে পড়ে। নেটিজেনদের একাংশ ওই তরুণীর পরিচয় জানতে উত্সুক হয়ে ওঠেন। পরে জানা যায়, পাক দলের সমর্থক এই তরুণীর নাম নিভ্যা নাভোরা।
ভারত বনাম বাংলাদেশের ম্যাচ চলাকালেও তাঁকে দেখা গিয়েছিল।এর আগে পাকিস্তানের ম্যাচগুলিতে মেন ইন গ্রিনদের জন্য গলা ফাটিয়েছিলেন তিনি। ভারত বনাম বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে কালো পোশাকে দেখা যায় তাঁকে।
দেখে নেওয়া যাক, ওই তরুণী সম্পর্কে নে়টিজেনদের কিছু প্রতিক্রিয়া-