যজুবেন্দ্র চাহলের একটা বল পাক ওপেনার ইমাম উল হকের প্যাডে লাগে। ধোনি সহ দলের খেলোয়াড়রা আউটের আবেদন জানান। আবেদন করলেও তেমন জোর ছিল না। আম্পায়ারও আউট দেননি। তখন ধোনি ডিআরএস নেওয়ার কথা বলেন। পুরো দল, এমনকি বোলার চাহলও সেভাবে আগ্রহী ছিলেন না। কিন্তু ধোনি অধিনায়ক রোহিত শর্মাকে ডিআরএস নেওয়ার কথা বলেন। ধোনির কথামতো রোহিত রিভিউ চাইলেন। আর ঘটনার ৩০ সেকেন্ড পর সবাই ধোনির রিভিউ নেওয়ার সিদ্ধান্তের ক্ষেত্রে দক্ষতার প্রশংসায় পঞ্চমুখ হলেন। রিভিউতে আউট ঘোষণা করা হল ব্যাটসম্যানকে। এভাবে গতকালের ম্যাচের প্রথম উইকেট পায় ভারতীয় দল। কার্যত সবার মতের বিরুদ্ধে গিয়ে রিভিউ নিয়ে এই সাফল্যের পর ধোনির প্রতিক্রিয়া জায়ান্ট স্ক্রিনে দেখা গিয়েছে। সেটা কী রকম? একেবারে উচ্ছ্বাসহীন শান্ত সংযত ভঙ্গী। মুখের ভাবটা যেন বলে দিচ্ছে, এ আর এমন কী!