নয়াদিল্লি: গতকাল আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চেন্নাই সুপার কিংসকে জিতিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। তিনি ৩৪ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন। তাঁর এই ইনিংস দেখে মুগ্ধ প্রাক্তন ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে সাধারণ ক্রিকেটপ্রেমীরা। তবে ম্যাচ শুরু হওয়ার আগের একটি ঘটনাও ক্রিকেটপ্রেমীদের নজর কেড়ে নিয়েছে। আরসিবি অধিনায়ক বিরাট কোহলি যেভাবে ধোনির সঙ্গে আলিঙ্গন করেন, সেটা দেখে সবাই আবেগতাড়িত। ট্যুইটারে বহু মানুষ প্রতিক্রিয়া জানাচ্ছেন।






ধোনি ও কোহলি কোনওদিন আইপিএল-এ এক দলে খেলেননি। তবে জাতীয় দলের হয়ে তাঁরা দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলছেন। নিজের দল হারলেও, ধোনির এই ইনিংসে কোহলিও মুগ্ধ। তিনি ম্যাচের পর বিপক্ষ অধিনায়কের প্রশংসা করেছেন।