নয়াদিল্লি: মাঠে ভারত-পাকিস্তান টক্কর মানেই সোশ্যাল মিডিয়ায় দুই দেশের সমর্থকদের মধ্যে বাকযুদ্ধ চরমে ওঠে। এশিয়া কাপে গত বুধবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ম্যাচও ব্যতিক্রম ছিল না। তবে এরইমধ্যে ওই ম্যাচে একটা ঘটনা অন্য ধরনের ব্যতিক্রমী প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আর সেই প্রতিক্রিয়ার কোনও বাকযুদ্ধ নেই। দু দেশের সমর্থকরাই একসুরে প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। আসলে ওই ঘটনার কেন্দ্রে রয়েছেন ভারতের স্পিনার যজুবেন্দ্র চাহল। ম্যাচ চলাকালে চাহল পাক ব্যাটসম্যান উসমান খানকে জুতোর ফিতে বাঁধতে সহায়তা করেছিলেন। ওই দৃশ্য দু দেশের সমর্থকদের হৃদয় জিতে নিয়েছে। অনেকেই ম্যাচের হাইলাইট বলে মন্তব্য করেছেন ওই ঘটনাকে। দু দেশের সমর্থকরাই সমস্বরে বলেছেন, এটা যথার্থ খেলোয়াড়োচিত আচরণ। ওই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
























উল্লেখ্য, ওই ম্যাচে ভারত পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে।