মাউন্ট মাউঙ্গানুই: ভারতের অনূর্ধ্ব-১৯ দলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী কোচ রাহুল দ্রাবিড়। তিনি মনে করছেন, এবারের বিশ্বকাপ জয়ই তরুণ ক্রিকেটারদের কাছে একমাত্র স্মৃতি হয়ে থাকবে না। ভবিষ্যতে আরও সাফল্য পাবেন এবং চ্যালেঞ্জ নেবেন এই প্রতিভাবান ক্রিকেটাররা।


আজ ভারতীয় দল চতুর্থবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার পর দ্রাবিড় বলেছেন, ‘এই স্মৃতি ওদের মনে দীর্ঘদিন আনন্দের সঞ্চার করবে। আশা করি শুধু এই স্মৃতির জন্যই ওরা চিহ্নিত হয়ে থাকবে না। ভবিষ্যতে ওদের কেরিয়ারে অনেক বড় ও ভাল স্মৃতি থাকবে।’

দলের প্রত্যেকের প্রশংসা করে দ্রাবিড় বলেছেন, ‘আমি ছেলেদের জন্য গর্বিত। ওরা যে পরিশ্রম করেছে, সেটা গর্বের বিষয়। সাপোর্ট স্টাফরাও দারুণ কাজ করেছে। গত ১৪ মাস ধরে আমরা যে পরিশ্রম করেছি, সেটারই ফল পেলাম। ছেলেদের এই সাফল্য প্রাপ্য ছিল। দল বিশ্বকাপ না জিতলে ছেলেদের জন্য সত্যি খুশি ও গর্বিত হতে পারতাম না।’

ভারতের অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছাড়া আর কারও দিকেই সংবাদমাধ্যমের বিশেষ নজর ছিল না। তবে আজ দ্রাবিড় দলের প্রত্যেকের কথা উল্লেখ করেছেন। ফিল্ডিং কোচ অভয় শর্মা, বোলিং কোচ পরশ মামরের কথাও বলেছেন ভারতের যুব দলের প্রধান কোচ। তিনি বলেছেন, ‘এই দলের কোচ হয়ে আমি অনেক প্রচার পেয়েছি। তবে আমরা সাত-আটজন সাপোর্ট স্টাফ গত ১৪ মাস ধরে একসঙ্গে ছিলাম। ওরা অবিশ্বাস্য পরিশ্রম করেছে। সাপোর্ট স্টাফদের জন্য আমি গর্বিত।’

ভারতের অধিনায়ক পৃথ্বী শ বলেছেন, ‘আমি এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। আমি সত্যিই গর্বিত। সাপোর্ট স্টাফরা গত দু’বছর ধরে আমাদের সাহায্য করেছেন। সব কৃতিত্বই তাঁদের প্রাপ্য। রাহুল স্যারের মতো কিংবদন্তী, পরশ স্যারের মতো বহু আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটার সাহায্য করলে উপকার হবেই।’