কলকাতা: পায়ের চোটের জন্য হয়তো এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে ছিটকেই যেতেন বাংলার পেসার ঈশান পোড়েল। কিন্তু অসম্ভব মনের জোর দেখিয়ে তিনি দ্রুত মাঠে ফিরে বিশ্বকাপ খেলতে যান এবং অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে দলকে চতুর্থবার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে সাহায্য করলেন। ঈশানের এই লড়াইয়ের মুগ্ধ তাঁর কোচ বিভাস দাস। তিনি ছাত্রর জন্য গর্বিত।
ঈশানের কোচ বলেছেন, ‘বিশ্বকাপের আগে ঈশানের বাঁ পায়ের টিস্যু ছিঁড়ে গিয়েছিল। এই ধরনের চোট সারিয়ে মাঠে ফিরতে সাধারণত তিন সপ্তাহ সময় লাগে। কিন্তু ও মাত্র ১২ দিনের মধ্যেই মাঠে ফেরে। ও পুরোপুরি সুস্থ হয়নি। বল করার সময় যন্ত্রণা হচ্ছে। কিন্তু বাঁ পায়ে মোটা ব্যান্ডেজ বেঁধে ও বল করছে। নিউজিল্যান্ডে উন্নত চিকিৎসার ফলেই নকআউট পর্যায়ের তিনটি ম্যাচে খেলতে পেরেছে ঈশান।’
এই বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে চার উইকেট নেওয়ার পর আজ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টি উইকেট নিয়েছেন ঈশান। ভারতের বিশ্বকাপ জয়ে তাঁর বড় অবদান আছে। এবার কোচ চাইছেন, এই তরুণ ক্রিকেটার কিছুদিন বিশ্রাম নিন। বিভাস বলেছেন, ‘আমি বলব আসন্ন বিজয় হাজারে ট্রফিতে অন্তত দু’টি ম্যাচে বিশ্রাম নিক ঈশান। এতে ওর সুস্থ হয়ে উঠতে সুবিধা হবে।’
ঈশানের পরিবারের অনেকেই খেলার সঙ্গে যুক্ত। ছোটবেলায় টেবল টেনিস খেলতেন এই পেসার। তবে উচ্চতা বেশি হওয়ায় পরে তিনি পেসার হয়ে যান। এ বছরই বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক হয়েছে ঈশানের। কোচের মতে, তাঁর গতি, বাউন্স ও সিম মুভমেন্ট আদায় করে নেওয়ার ক্ষমতা বড় অস্ত্র। তবে ভবিষ্যতে আরও পরিশ্রম করতে হবে।
চন্দননগরে ঈশানের পাড়ায় এখন উৎসবের পরিবেশ। তাঁর বাবা চন্দ্রনাথ পোড়েল বলেছেন, ‘আমাদের বাড়ির সামনে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছেন। তাঁরা ঢাকঢোল বাজিয়ে, জাতীয় পতাকা নিয়ে নাচ-গানের মাধ্যমে ভারতের বিশ্বকাপ জয় উদযাপন করছেন। আমরা সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি।’
এবারের আইপিএল নিলামে কোনও দলে সুযোগ পাননি ঈশান। তবে তাঁর বাবা বলেছেন, এতে ভেঙে পড়েননি এই তরুণ। অনূর্ধ্ব-১৯ দলের কোচ রাহুল দ্রাবিড়ের কথাতেই অনুপ্রাণিত হয়েছেন তিনি। দ্রাবিড়ের কথাতেই আইপিএল নিয়ে না ভেবে বিশ্বকাপে ভাল পারফরম্যান্স দেখানোর দিকে মন দেন ঈশান। তার ফল পেয়েছেন তিনি।
পায়ে চোট নিয়ে খেলেই ভারতকে বিশ্বকাপ জেতালেন ঈশান, প্রশংসায় কোচ
Web Desk, ABP Ananda
Updated at:
03 Feb 2018 06:03 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -