লন্ডন: বিশ্বকাপের অন্যতম ফেভারিট ধরা হচ্ছে তাদের। তার ওপর ঘরের মাঠে টুর্নামেন্ট বলে অন্যান্য প্রতিপক্ষের তুলনায় এগিয়েও থাকবে সবদিক থেকে। সেই ইংল্যান্ড বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করল ফেভারিটের ঢঙেই। শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানে উড়িয়ে দিল আয়োজক দেশ। যে জয়ের নায়ক বেন স্টোকস। ব্যাট হাতে ৭৯ বলে ৮৯ রানের ঝোড়ো ইনিংস খেলার পাশাপাশি বল হাতেও নিলেন দুই উইকেট। সঙ্গে আন্দিল ফেলুকায়োর ওই অবিশ্বাস্য ক্যাচ। স্বাভাবিকভাবেই ম্যাচের সেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন ইংরেজ অলরাউন্ডারই।


ম্যাচের শেষে স্টোকসের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ইংল্যান্ডের অধিনায়ক অইন মর্গ্যান। বলেছেন, 'দিনটা ওরই ছিল এবং এইরকম দিনে অসম্ভব বিনোদন হয় সকলের। ক্রিকেটের পক্ষেও এটা দারুণ ব্যাপার।' স্টোকসের অবিশ্বাস্য ক্যাচেরও প্রশংসা করেছেন মর্গ্যান। বলেছেন, 'ও অনুশীলনেও এরকম ক্যাচ নেয় আর আমরা বিস্ময়ে মাথা নাড়াই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অলরাউন্ড পারফর্ম করেছে এবং টুর্নামেন্টের শুরুতেই এরকম পারফরম্যান্স করাটা আমাদের পক্ষে দারুণ ইতিবাচক।'

স্টোকসের প্রশংসা করেছেন প্রতিপক্ষ অধিনায়ক, দক্ষিণ আফ্রিকার ফাফ ডুপ্লেসিও। বলেছেন, 'ও থ্রি-ইন-ওয়ান ক্রিকেটার। এই জন্যই ইংল্যান্ড এত ভাল দল। ওদের দলে এমন অনেক অলরাউন্ডার রয়েছে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এটাই ওদের শক্তি।'