হরভজন শুক্রবার একটি ছবি টুইট করেন। ছবিটিতে হরভজনকে দেখা গিয়েছে সচিন ও যুবরাজের সঙ্গে। যুবরাজ সানগ্লাস পরেছিলেন। হরভজন ছবিটির সঙ্গে লেখেন, ‘অতীতের সোনালি দিন। আজীবনের বন্ধু।’
সেই ছবিটি দেখে যুবরাজ মজা করে লেখেন, ‘সচিন ও হরভজন পাজি, আমার চশমাটা দেখো’। এরপরই সচিনের প্রবেশ। বরাবরই যুবরাজের সঙ্গে বেশ মজা করতে দেখা যায় মাস্টার ব্লাস্টারকে। সোশ্যাল মিডিয়াতেও তার অন্যথা হয়নি। সচিন যুবরাজকে খোঁচা দিয়ে মজার ছলে লেখেন, ‘ইন্ডোরে সানগ্লাস পরেছিলে কেন? এখানে তো যুবি-রেজ (পড়ুন ইউভি রেজ বা অতিবেগুনি রশ্মি) নেই...’।
সচিন, হরভজন ও যুবরাজ একসঙ্গে প্রচুর ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করেছেন। প্রায় এক দশকেরও বেশি সময় একসঙ্গে খেলেছেন। মাঠে ও মাঠের বাইরে ভাল বন্ধুও তাঁরা। ২০১১ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনজনই।