মুম্বই: টিম ইন্ডিয়ার প্রাক্তন স্কিপার মহেন্দ্র সিংহ ধোনিকে সাধারণত শান্ত, চুপচাপ, ভাবলেশহীন ভাবেই দেখা যায়। খেলার মাঠ, বা বাইশ গজের বাইরে সবসময়ই নিজের চারপাশে একটা গণ্ডি তৈরি কের রাখেন ধোনি। কিন্তু সেই চেনা ধোনিকে একেবারে অন্য মেজাজে অচেনা ভাবে দেখা গেল।
সম্প্রতি জন অ্যাব্রাহামের দেশি বয়জ গানের তালে মেয়েদের মতো করে কোমর দুলিয়ে নাচতে দেখা গিয়েছে ধোনিকে। স্বামীকে এভাবে নাচতে দেখে কার্যত হাসি আর থামছিলই না সাক্ষীর।
দেখব সেই ভিডিওটি
খেলা(sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।