মুম্বই: ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড টেস্টের টিকিটের দাম অনেকটাই কমানো হল।৮ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত এই টেস্ট হবে। তারই টিকিটের দাম বৃহস্পতিবার ঠিক হল।
২০১৩ সালে সচিন তেন্ডুলকরের বিদায়ী টেস্টে সুনীল গাওস্কর ইস্ট স্ট্যান্ডের লোয়ার লেভেলের দৈনিক টিকিটের দাম রাখা হয়েছিল ২০০ টাকা। সিজন টিকিটের দাম ছিল ৫০০ টাকা। সেই দাম কমিয়ে করা হচ্ছে যথাক্রমে ১০০ ও ৩০০ টাকা। ওই একই স্ট্যান্ডের আপার লেভেলের টিকিটের দাম অর্ধেক কমিয়ে দেওয়া হয়েছে। দৈনিক টিকিটের দাম হবে ১৫০ টাকা এবং সিজন টিকিটের দাম ৫০০ টাকা। ক্লাব হাউস সহ অন্য কয়েকটি স্ট্যান্ডের টিকিটের দামও কমানো হচ্ছে।
মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সভাপতি শরদ পওয়ারের নেতৃত্বে কার্যনির্বাহী সমিতির বৈঠকে টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সব গ্যালারির টিকিটের দামই কম রাখা হচ্ছে না। ওয়াংখেড়ে স্টেডিয়ামের উত্তর দিকে সচিন তেন্ডুলকর স্ট্যান্ডে একটি বিশেষ এনক্লোজার রাখা হচ্ছে। এই হসপিটালিটি এনক্লোজারের সিজন টিকিটের দাম রাখা হচ্ছে ১০ হাজার টাকা। ইংল্যান্ড থেকে খেলা দেখতে আসা দর্শকদের জন্যই এই বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। এই বিশেষ এনক্লোজারের দর্শকদের স্ন্যাকস ও মধ্যাহ্নভোজ দেওয়া হবে।
টিকিটের সবচেয়ে বেশি দাম কর্পোরেট বক্সের। ১৫ আসনের কর্পোরেট বক্সের টিকিটের দাম রাখা হচ্ছে পাঁচ লক্ষ টাকা। ২০ আসনের কর্পোরেট বক্সের দাম ৬ লক্ষ ৭০ হাজার টাকা।
ওয়াংখেড়েতে ভারত-ইংল্যান্ড টেস্টের টিকিটের দাম কমছে
Web Desk, ABP Ananda
Updated at:
01 Sep 2016 03:54 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -