দুবাই: এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ ঘিরে উন্মাদনার পারদ ছিল তুঙ্গে। এশিয়া কাপে দুই দেশের মুখোমুখি সাক্ষাতের ফল ১-১। গ্রুপ পর্বে ভারত হারিয়েছিল পাকিস্তানকে (Ind vs Pak)। সুপার ফোরে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। তবে ফাইনালে উঠতে পারেনি ভারত। সুপার ফোর থেকেই ছিটকে গিয়েছিলেন রোহিত শর্মারা। অন্যদিকে বাবর আজমরা ফাইনালে উঠলেও দাসুন শনাকার শ্রীলঙ্কার কাছে হেরে খালি হাতে ফেরেন।


সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। যে টুর্নামেন্টে ফের একবার মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিপক্ষ। ২৩ অক্টোবর মেলবোর্নে হবে ভারত-পাকিস্তান দ্বৈরথ। যে ম্যাচকে ঘিরে উন্মাদনা এমন পর্যায়ে পৌঁছেছে যে, সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। বৃহস্পতিবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি জানিয়েছে, ২৩ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে।


অর্শদীপের যন্ত্রণা


একটা ক্যাচ নষ্ট করার খেসারত। রাতারাতি খলনায়ক বনে গিয়েছিলেন তরুণ বাঁহাতি পেসার। আর তাতে মানসিকভাবে এমনই বিপর্যস্ত হয়ে পড়েন যে, সারারাত ঘুমোতে পারেননি অর্শদীপ সিংহ (Arshdeep Singh)।


এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের কাছে পরাজিত হয় ভারত। সেই ম্যাচে আসিফ আলির ক্যাচ ফেলে দিয়েছিলেন অর্শদীপ। তারপর থেকে প্রবল সমালোচিত হন তরুণ ক্রিকেটার। সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বন্যা বয়ে যায়। অর্শদীপ নিজে সেই পরিস্থিতিতে কী করেছিলেন?


পাঞ্জাবের পেসারের কোচ যশবন্ত রাই বলেছেন, 'পাকিস্তান ম্যাচের আগে আর পাঁচজন ক্রিকেটারের মতোই স্নায়ুর চাপে ভুগছিল ও। আমরা ওকে বলেছিলাম, তুমি কঠিন পরিশ্রম করেছো। আর কিছু নিয়ে ভাবতে হবে না। পাকিস্তান ম্যাচে ক্যাচ ফেলার পর আমার সঙ্গে কথা হয়েছিল। সেই ম্যাচে শেষ ওভারে মাত্র ৭ রানের পুঁজি নিয়েও প্রায় আটকে দিয়েছিল পাকিস্তানকে। পরে ও বলেছিল, সারারাত ঘুমোতে পারেনি।'


এশিয়া কাপে বিপর্যয়


এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে আফগানিস্তান (Afganistan) হেরে যাওয়ার সঙ্গে সঙ্গেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল রোহিত শর্মাদের (Rohit Sharma)। তার আগে সুপার ফোরে নিজেরা পাকিস্তান (Pakistan) ও শ্রীলঙ্কার (Srilanka) বিরুদ্ধে হেরে গিয়েছিল ভারতীয় দল (Indian Cricket Team)। পাকিস্তান ম্যাচ হারের রেশ এখনও কাটেনি। আর সমর্থকদের সব রোষ যেন তরুণ পেসার অর্শদীপ সিংহকে নিয়ে। 


কী হয়েছিল?


পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে একটি ক্যাচ ফস্কে গোটা দেশের কাছে ভিলেন হয়ে গিয়েছিলেন। তবে সেই ম্যাচ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে শেষ ওভারে দুর্দান্ত বোলিং করেছিলেন। তবে পাক ম্যাচে ক্যাচ মিস করার খেসারত অর্শদীপকে দিতে হয় মাঠের বাইরেও। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ শেষে ম্যাচ শেষে, টিম বাসে ওঠার আগে এক ভারতীয় সমর্থকের নিশানায় অর্শদীপ।


শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬ উইকেটে ম্যাচ হারার পর, টিম বাসে ওঠার জন্য এগিয়ে যাচ্ছিলেন অর্শদীপ সিং। সেই সময় ভারতীয় সমর্থক হঠাৎ করে বলে ওঠেন, ''সর্দার এল আর ক্যাচ মিস করল''। আরও একজন পাঞ্জাবি ভাষায় অর্শদীপকে বলে ওঠেন 'সর্দারজি গদ্দার'। অর্শদীপ রেগে গেলেও পাল্টা কোনও প্রতিক্রিয়া দেননি।


যদিও এরপরই এক ভারতীয় সাংবাদিক প্রতিবাদ করেন। তিনি এগিয়ে এসে সেই সমর্থককে বলেন, ''কোথা থেকে এসেছ তুমি। যাঁকে বলছ, তিনি দেশের হয়ে খেলেন। কিছু তো সম্মান দাও তাঁকে।'' এরপরই পিছিয়ে আসেন সেই সমর্থক। 


আরও পড়ুন: বোর্ডে সৌরভদের মেয়াদবৃদ্ধি হতেই সিএবি-তে নির্বাচনী তোড়জোড়, প্রেসিডেন্ট কি স্নেহাশিস?