কলকাতা: এশিয়া কাপের ফাইনালে যখন হাড্ডাহাড্ডি লড়াই চলছে ভারত-পাকিস্তানের তখন একসময় কিছুটা কোণঠাসা লাগছিল ভারতকে। ৩ উইকেট হারিয়ে তখন একটা শক্ত পার্টনারশিপ খুঁজছিল ভারত। সেই সময়ই ক্রিজে এসে মাতিয়ে দেন তিলক বর্মা। একের পর এক বাউন্ডারি। কার্যত তাঁর ব্যাটেই এশিয়া কাপ জিতেছে টিম ইন্ডিয়া। ফাইনালে তাঁর ইনিংসকে বলা হচ্ছে ‘অপারেশন তিলক’।  

Continues below advertisement

দেশে ফিরে মঙ্গলবার একটি সাংবাদিক সম্মেলন থেকে ভারতের মিডল  অর্ডারের ব্যাটার তিলক বর্মা বলেন, এশিয়া কাপ জয় ছিল পাকিস্তানকে দেওয়া সেরা জবাব। রবিবার দুবাইতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ভারতকে পাঁচ উইকেটে জয় এনে দিতে তিলক অপরাজিত ৬৯ রান করেছিলেন। সেই প্রসঙ্গে তিলক বর্মা বলেন, 'শুরুতে কিছুটা চাপ এবং স্নায়ুযুদ্ধ ছিল। কিন্তু আমি আমার দেশকে সবকিছুর আগে রেখেছি এবং দেশের জন্য ম্যাচটি জিততে চেয়েছিলাম। আমি জানতাম যে সেই সময় যদি আমি চাপের কাছে নতি স্বীকার করি তবে আমি নিজেকে এবং দেশের ১৪০ কোটি মানুষকে হতাশ করব।'

Continues below advertisement

তিলকের কথায়, 'ওঁরা স্লেজিং করে যাচ্ছিল। আমি বিশ্বাস করছিলাম যে আমরা জিতে এর জবাব দেব। একজন তরুণ ক্রিকেটার হিসেবে আমার কোচদের কাছ থেকে যে যা যা শিখেছি তা কাজে লাগানোর চেষ্টা করেছি। পাকিস্তানের প্রতি যোগ্য জবাব হল এই ম্যাচ জেতা এবং আমরা সেটাই করেছি।' হ্যারিস রউফের নাম করে তিলক বলেন, “সে বিশ্বমানের বোলার হতে পারে, কিন্তু আমি জানি আমি সেরা ব্যাটসম্যানদের একজন।” তিলক বলেন, “ওরা যতই কথার লড়াই করুক, আমরা মাঠে ব্যাট ও বলেই জবাব দিয়েছি।”                                  

তিলক স্বীকার করেছেন যে ম্যাচ চলাকালীন পাকিস্তানের খেলোয়াড়রা তীব্র স্লেজিং করেছিলেন, কিন্তু ১৪৭ রানের লক্ষ্য তাড়া করার সময় তিনি চুপ থেকে ম্যাচ জেতানোর দিকে লক্ষ্য রেখেছিলেন। তিলকের কথায়, 'মাঝখানে অনেক কিছু ঘটেছিল কিন্তু আমি সবগুলো প্রকাশ করতে পারছি না। ভারত বনাম পাকিস্তান ম্যাচে এই ঘটনাগুলো ঘটে এবং এগুলো খেলারই অংশ। কিন্তু আমাদের মনোযোগ ছিল ম্যাচ জেতার উপর।'