ভারত ৬২২/৭ স্কোরে প্রথম ইনিংস ডিক্লেয়ার দেওয়ার পর দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার রান বিনা উইকেটে ২৪। খেলা শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠকে এসেছিলেন পেইন। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলতে শুরু করেছিলেন, ‘এখন আমার লক্ষ্য হল...’। ঠিক সেই সময়েই কন্ঠস্বর রেকর্ডিংয়ের জন্য টেবিলে তাঁর সামনে রাখা এক সাংবাদিকের ফোন বেজে ওঠে। প্রশ্নোত্তর পর্ব থামিয়ে পেইন জিজ্ঞেস করেন, ‘এটা কার ফোন?’ তারপর তিনিই সেই ফোনকলটি রিসিভ করেন। বলেন, ‘টিম পেইন কথা বলছি। আপনি কে বলছেন?’ ফোনের অপর প্রান্তের ব্যক্তির কথা শোনার পর পেইন বলেন, ‘ওহ, আপনি কাকে চান?’ এরপর বলেন, ‘হংকং থেকে ক্যাসি ফোন করেছেন।’ ফের ফোনের অপর প্রান্তের কণ্ঠস্বর শুনতে থাকেন পেইন। তারপর বলেন, ওহ, মার্টিনকে চাইছেন? বুঝতে পেরেছি। আসলে উনি একটা সাংবাদিক বৈঠকে রয়েছেন। পরে ফোন করতে বলি? অপর প্রান্তের জবাব শুনে পেইন উত্তর দেন, ‘ঠিক আছে। কিচ্ছু ভাববেন না, আমি ওঁকে ইমেল দেখে নিতে বলছি। ধন্যবাদ ক্যাসি। চিয়ার্স।’
সাংবাদিকদের মধ্যে তখন হাসির রোল উঠেছে। পেইন ফোন রেখে বলেন, ‘আপনার ইমেল দেখে নেবেন।’ হলঘর ফের ফেটে পড়ে হাসির কলরবে। পরে গোটা ঘটনার ভিডিও অস্ট্রেলিয়ার একটি ক্রিকেট ওয়েবসাইট টুইট করে। মাঠে কোণঠাসা হয়ে পড়া অস্ট্রেলিয় অধিনায়কের মাঠের বাইরের এই হাস্যরস মন জিতে নিয়েছে সংবাদমাধ্যমেরও।