আখতার আরও বলেছেন, কেউ যদি জিনিসপত্র মজুত করেন, তাহলে দিনমজুরদের কথা ভেবে দেখুন। দোকানে মালপত্র নেই। তিনি কীভাবে তাঁর পরিবারের লোকজনদের জন্য খাদ্যের সংস্থান করবেন? মানুষের কথা ভাবুন, ধর্মের পরিচয়ের উর্দ্ধে উঠে মানবিক হওয়ার সময় এসেছে। সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। তহবিল সংগ্রহ করুন। মজুত বন্ধ করুন। ধনবানরা টিকে থাকবেন। কিন্তু দরিদ্ররা কীভাবে বাঁচবেন? একে অপরের পাশে দাঁড়ানোর সময় এসেছে। এখন বিভেদের সময় নয়, একে অপরের পাশে দাঁড়িয়ে লড়াই করতে হবে।
এর আগে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য প্রাক্তন পাস পেস বোলার চিনকে দায়ী করেছিলেন। তিনি বলেছিলেন,বাদুড়, কুকুর, বেড়ালের মাংস খেয়ে আর রক্ত পান করে করোনা ভাইরাস ছড়িয়েছে চিনারা! তার জেরে ভুগতে হচ্ছে গোটা বিশ্বকে!
বাদুড়, কুকুর, বেড়ালের মাংস খেয়ে করোনা ভাইরাস ছড়়িয়েছে চিনের মানুষ, দাবি শোয়েব আখতারের