সোমবারই দেশ জুড়ে করোনায় মৃত্যু ছাড়িয়েছে ৪০০। মৃত্যু হয়েছে ৭ জনের। তবুও বহু মানুষের নিয়ম ভাঙার প্রবণতা অশনি সংকেত দিচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারগুলিকে বার্তা দিলেন নরেন্দ্র মোদি।
লিখলেন, ‘লকডাউন অমান্যে কড়া আইনি ব্যবস্থা নিন। অনেকেই লকডাউন মানছেন না, নিয়ম পালন করাক রাজ্যগুলি’, বার্তা প্রধানমন্ত্রীর।
লকডাউন অমান্য করলে হতে পারে ৬ মাসের জেল। লকডাউন অমান্যে হতে পারে এক হাজার টাকা জরিমানাও।
মারণ ভাইরাসের মোকাবিলায় সোমবার বিকেল পাঁচটা থেকে শুক্রবার রাত বারোটা পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ। ১৮৯৭ সালের মহামারী আইনের ২, ৩, ৪ ধারার ক্ষমতাবলে এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। এই পরিস্থিতিতে গোষ্ঠীসংক্রমণ ঠেকাতে ‘সার্বিক সুরক্ষা বিধিনিষেধ’ (কমপ্লিট সেফটি রেসট্রিকশন্স) চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৪ হাজার ৬০০। আমেরিকায় একদিনে শতাধিক মৃত্যু। ইতালিতে মৃত্যু বেড়ে সাড়ে পাঁচ হাজার। বিশ্বের ১৮৯ দেশে ছড়িয়েছে সংক্রমণ।