দুবাই: একদিনের র্যাঙ্কিংয়ে তিন নম্বরে উঠতে গেলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজ ৪-১ ফলে জিততে হবে ভারতীয় দলকে। এই মুহূর্তে চার নম্বরে থাকা ভারতের পয়েন্ট ১১০। তিন নম্বরে থাকা নিউজিল্যান্ড ভারতের থেকে তিন পয়েন্টে এগিয়ে। ৪-১ ফলে সিরিজ জিতলে কিউয়িদের টপকে তিন নম্বরে চলে যাবে মহেন্দ্র সিংহ ধোনির দল।
ভারতীয় দলের পাশাপাশি খেলোয়াড়রাও ব্যক্তিগত র্যাঙ্কিং উন্নত করার লক্ষ্যে এই সিরিজে খেলতে নামবেন। ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন বিরাট কোহলি। তাঁর সামনে আছেন এবি ডিভিলিয়ার্স। এই সিরিজে ভাল পারফরম্যান্স দেখিয়ে এক নম্বর হওয়ার দিকে এগিয়ে যাওয়া লক্ষ্য থাকবে কোহলির।
৪-১ ফলে সিরিজ জিতলে তিন নম্বরে উঠবে ভারত
Web Desk, ABP Ananda
Updated at:
13 Oct 2016 06:45 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -