নয়াদিল্লি: টেস্ট সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেও, একদিনের সিরিজ শুরু হওয়ার আগে কিছুটা ধাক্কা খেল ভারতীয় দল। ভাইরাল ফিভারে আক্রান্ত হয়ে প্রথম ম্যাচে খেলতে পারবেন না অভিজ্ঞ বাঁ হাতি ব্যাটসম্যান সুরেশ রায়না। বিসিসিআই সূত্রে এই খবর জানানো হয়েছে। রায়নার বদলে অন্য কাউকে দলে নেওয়া হচ্ছে না।
রবিবার থেকে একদিনের সিরিজ শুরু হচ্ছে। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ধর্মশালায়। রায়না প্রায় এক বছর পরে ভারতের একদিনের দলে ফেরত এসেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রথম ম্যাচে তিনি খেলতে পারছেন না।
অভিজ্ঞ ব্যাটসম্যান রায়না শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন গত বছরের ২৫ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। অস্ট্রেলিয়া ও জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে সুযোগ পাননি তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টি-২০ ম্যাচেও দলে ছিলেন না রায়না। দলীপ ট্রফিতে তিনটি ইনিংসে তিনি করেন যথাক্রমে ৫২, ৩৫ ও ৯০। তারপর থেকে আর ২২ গজে ব্যাট হাতে নামেননি রায়না। রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে মধ্যপ্রদেশের বিরুদ্ধে উত্তরপ্রদেশকে নেতৃত্ব দিলেও, ব্যাট করেননি রায়না। তাঁর দল ইনিংস ও ৬৪ রানে হেরে গিয়েছে। এবার রায়না নিজেই অসুস্থ হয়ে পড়লেন।
ভাইরাল ফিভার, প্রথম একদিনের ম্যাচে নেই রায়না
Web Desk, ABP Ananda
Updated at:
13 Oct 2016 04:14 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -