সিডনি: এবারের অস্ট্রেলিয়া সফরে ২০১৪-১৫ সালের মতোই ভাল পারফরম্যান্স দেখাবেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এমনই আশাপ্রকাশ করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। তবে তাঁর মতে, ভারতকে যদি টেস্ট সিরিজ জিততে হয়, তাহলে কোহলিকে সাহায্য করতে হবে অন্যান্য ব্যাটসম্যানদের। ভারতই এই সিরিজে ফেভারিট হিসেবে শুরু করছে বলেই মত এই প্রাক্তন বাঁ হাতি মারকুটে ব্যাটসম্যান ও উইকেটকিপারের।
গত সফরে অ্যাডিলেড টেস্টে ভারতীয় দল ৪৮ রানে হেরে গেলেও, দুই ইনিংসেই শতরান করেন কোহলি। এবার অ্যাডিলেডেই প্রথম টেস্ট শুরু হচ্ছে ৬ ডিসেম্বর থেকে। তার আগে সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে গিলক্রিস্ট বলেছেন, ‘আশা করি ২০১৪-র মতোই এবারও দাপট দেখাবে বিরাট কোহলি। গত কয়েকদিনে ওর সঙ্গে আমার কথা হয়েছে। ওর আত্মবিশ্বাস দেখেছি। সিডনিতে (তৃতীয় টি-২০ ম্যাচে) ও যেভাবে ব্যাট করেছে, তাতে ভাল পারফরম্যান্স দেখাতে না পারলে আমি খুব আশ্চর্য হব।’
গিলক্রিস্ট আরও বলেছেন, ‘কোহলির পাশাপাশি ভারতের অন্য ব্যাটসম্যানদের পারফরম্যান্স সিরিজ জয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারতের অন্যান্য ব্যাটসম্যানরা কি দলের বড় রান করার ক্ষেত্রে কোহলিকে সাহায্য করবে? বোলাররা যাতে টেস্টে দু’বার অস্ট্রেলিয়াকে আউট করতে পারে, সেই সুযোগ কি দেবে ভারতের ব্যাটসম্যানরা?’
কোহলিকে থামানোর জন্য অস্ট্রেলিয়ার বোলারদের উদ্দেশে গিলক্রিস্টের পরামর্শ, ‘আমি পরিকল্পনার বিষয়ে কিছু জানি না। তাই এ বিষয়ে কিছু বলতে পারব না। আমার মতে, অস্ট্রেলিয়াকে ধৈর্য ধরতে হবে। ওদের পুরনো দিনের টেস্ট ম্যাচের মতো খেলতে হবে। নতুন বলে কোহলিকে ফেরাতে পারলেই সবচেয়ে ভাল হবে। তবে শুধু কোহলিকেই না, ভারতের অন্য ব্যাটসম্যানদেরও আক্রমণ করতে হবে। বিশেষ করে তারা যখন সদ্য ক্রিজে আসবে, তখনই আক্রমণ করতে হবে।’
টেস্ট সিরিজ জিততে হলে কোহলিকে সাহায্য করতে হবে ভারতের অন্য ব্যাটসম্যানদের, বলছেন গিলক্রিস্ট
Web Desk, ABP Ananda
Updated at:
26 Nov 2018 05:21 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -