রিও-য় ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে আজ পদকের লক্ষ্যে নামছেন ভারতীয় কুস্তিগীর যোগেশ্বর দত্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Aug 2016 05:10 AM (IST)
রিও দি জেনেইরো: আজ রিও-র ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে পদকের লক্ষ্যে নামছেন ভারতীয় কুস্তিগীর যোগেশ্বর দত্ত। ২০১২-এর লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় এই কুস্তিগীর আজ তাঁর চতুর্থ অলিম্পিক অভিযান শুরু করছেন। ভারতীয় সময় বিকাল ৫-টায় শুরু তাঁর লড়াই। ভারতীয় প্রতিযোগীদের মধ্যে এবারের অলিম্পিকের সম্ভাব্য পদক বিজেতাদের তালিকায় তাঁর নাম ছিল অন্যতম। নিজের নামের প্রতি সুবিচার করে দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে বদ্ধপরিকর এই কুস্তিগীর। তাঁর হাত ধরেই কি আসবে এবারের তৃতীয় পদক। সেদিকেই নজর দেশবাসীর।