আঙ্কারা: জঙ্গি নিশানায় তুরস্কের এক বিয়েবাড়ি। রবিবার ভোররাতে সিরিয়া সীমান্তের কাছে গাজিয়ানটেপ শহরে বিয়ের অনুষ্ঠানে নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে এক জঙ্গি। তার সঙ্গে প্রাণ হারিয়েছেন অন্তত ৩০জন, আহত ১০০-র কাছাকাছি। মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে।


বিস্ফোরণ কারা ঘটিয়েছে, এখনও পরিষ্কার নয়। তবে যেভাবে হামলা চলেছে, তাতে আইএস ছাপ স্পষ্ট বলে স্থানীয় প্রশাসন দাবি করেছে। গাজিয়ানটেপ শহরে বহুল সংখ্যায় থাকেন কুর্দি জনগোষ্ঠীর মানুষ। বিয়েবাড়িতেও তাঁদের সংখ্যাই ছিল বেশি। ফলে হামলায় আইএস যোগ থাকার সম্ভাবনা যথেষ্ট বলে মনে করছে প্রশাসন।

সিরীয় সীমান্ত থেকে মাত্র ৬০ কিলোমিটার উত্তরের গুরুত্বপূর্ণ শহর গাজিয়ানটেপে বসবাস করেন সিরিয়া ছেড়ে পালিয়ে আসা বহু শরণার্থী। অনেকেরই আশঙ্কা, এই এলাকায় যথেষ্ট জঙ্গি উপস্থিতি রয়েছে। এদিনের বিয়েবাড়ি হামলা বুঝিয়ে দিল, সেই আশঙ্কা মোটেই ভিত্তিহীন ছিল না।

ন্যাটোর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তুরস্কয় সাম্প্রতিককালে একের পর এক জঙ্গি হামলা হয়েছে। অভিযোগের আঙুল উঠেছে কুর্দি ও মুসলিম জঙ্গিদের দিকে। ১৫ জুলাইয়ের ব্যর্থ সেনা অভ্যুত্থানের রক্তাক্ত ছবিও তুরস্কবাসীর মনে ক্ষত তৈরি করেছে। তার মধ্যে এ ধরনের হিংস্র জঙ্গি হানা দেশের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলে দিল।