iPhone SE 2022: সেপ্টেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছে আইফোন ১৪ সিরিজ (iPhone 14 Series)। তারপর থেকেই একাধিক আইফোন (iPhone) মডেলের দাম কমছিল দেশে। তবে এবার শোনা গিয়েছে উল্টো খবর। আইফোন এসই ২০২২ (iPhone SE 2022) ফোনের দাম বৃদ্ধি পেয়েছে দেশে। চলতি বছর শুরুর দিকে এই আইফোন ভারতে লঞ্চ করেছিল অ্যাপেল (Apple) কর্তৃপক্ষ। তখন আইফোন এসই ২০২২ ফোনের দাম শুরু হয়েছিল ৪৩,৯০০ টাকা থেকে। তবে বর্তমানে এই আইফোন মডেলের দাম বেড়েছে। এখন আইফোন এসই ২০২২ কিনতে হলে ক্রেতাকে ৪৫ হাজার টাকার বেশি দামে কিনতে হবে। আইফোন এসই ২০২২ মডেলে রয়েছে একটি ৪.৭ ইঞ্চির Retina ডিসপ্লে। এছাড়াও রয়েছে একটি A15 Bionic চিপসেট। আইফোন ১৩ সিরিজেরও রয়েছে এই প্রসেসর। বর্তমানে অ্যাপেল স্টোর ইন্ডিয়াতে আইফোন এসই ২০২২ মডেলের বেড়ে যাওয়া দামই দেখা যাচ্ছে। 


আইফোন এসই ২০২২ মডেলের নতুন দাম


আইফোনের এই মডেলের ৬৪ জিবি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল ৪৩,৯০০ টাকায়। তবে বর্তমানে এই ফোনের দাম ৪৯,৯০০ টাকা। অর্থাৎ ৬০০০ টাকা দাম বেড়েছে। অন্যদিকে ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম লঞ্চের সময় ছিল ৪৮,৯০০ টাকা। বর্তমানে তা বেড়ে হয়েছে ৫৪,৯০০ টাকা। এখানেও দাম বেড়েছে ৬০০০ টাকা। ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম বর্তমানে ৬৪,৯০০ টাকা। Midnight, Starlight এবং Product (Red)- এই তিন রঙে পাওয়া যাবে আইফোন এসই ২০২২ মডেল। কিন্তু কেন আইফোনের এই মডেলের দাম হঠাৎ করে একধাক্কায় এতটা বাড়ল সেই প্রসঙ্গে অ্যাপেল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি। তবে পুরনো দাম এখনও রয়েছে ক্রোমা এবং ফ্লিপকার্টের ওয়েবসাইটে। 


আইফোন এসই ২০২২ মডেলের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • আইফোনের এই মডেলে ৪.৭ ইঞ্চির একটি রেটিনা ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে একটি aluminum chassis এবং একটি glass back। এই ফোনে একটি ফিজিক্যাল হোমস্ক্রিন বাটন রয়েছে। তার সঙ্গে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। 

  • আইফোন এসই ২০২২ একটি IP67 রেটিং প্রাপ্ত dust and water resistant ডিভাইস। জলের ঝাপটা থেকে ফোনকে সুরক্ষিত রাখতে এই ফিচার সাহায্য করবে। আইফোনের এই মডেলে এ১৫ বায়োনিক চিপসেট রয়েছে। আইফোন ১৩ সিরিজেও রয়েছে এই চিপসেট।

  • ৬৪ জিবি, ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছিল আইফোন এসই ২০২২ মডেল। আইওএস ১৫- র সাহায্যে পরিচালিত হয় এই ফোন। ১২ মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেনসর রয়েছে ফোনের পিছনের অংশে। সেখানে আবার Smart HDR 4, Photographic Styles, Deep Fusion এবং পোর্ট্রেট মোডের সাপোর্ট রয়েছে। এই আইফোনে ইউজাররা ৫জি পরিষেবা পাবেন। তার সঙ্গে রয়েছে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা। 


আরও পড়ুন- আইফোন এসই ৪ মডেলে থাকতে পারে ৬.১ ইঞ্চির ডিসপ্লে, নচ ডিজাইন থাকারও সম্ভাবনা