বেঙ্গালুরু: সোমবারের আরসিবি-লখনউ ম্যাচের ফলাফলের থেকেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে মাঠে ক্রিকেটারদের লড়াই। বিশেষ করে বিরাট কোহলি-গৌতম গম্ভীরের বাকবিতণ্ডা। ২২ গজে এই ২ দিল্লির ক্রিকেটারের ঝামেলায় জড়ানাের ঘটনা এর আগেও দেখা গিয়েছে। তবে সেদিনের লড়াই সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। এবার সর্বভারতীয় এক সংবাদসূত্র মারফৎ একটি রিপোর্ট পেশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ঠীক কী বাক্যালাপ হয়েছিল গম্ভীর-কোহলির।
ঠিক কী হয়েছিল?
সেই রিপোর্ট মারফৎ জানা যাচ্ছে যে সেদিন পুরস্কর বিতরণী অনুষ্ঠানের আগে গৌতম যখন বিরাটের দিকে এগিয়ে আসে, তখন তিনি বলেন, ''কী বলতে চাও, বলো আমাকে।'' জবাবে বিরাট বলেন, ''আমি তো আপনাকে কিছুই বলিনি। আপনি কেন মাঝখানে আসছেন।' সেই কথার উত্তরে পাল্টা গম্ভীর বলেন, ''তুমি যদি আমার প্লেয়ারদের কিছু বলে থাকো, তার মানে আমার পরিবারকে কিছু বলছ। কথা শোনাচ্ছো।'' এরপর বিরাট ফের বলেন, ''তাহলে আপনি আপনার পরিবারের সদস্যদের সামলে রাখুন একটু।'' এরপর ২ জনে পেছন ফিরে চলে যাওয়ার আগে শেষবার গম্ভীর বলেন, ''এখন তোমার থেকে আমাকে শিখতে হবে...?''
উল্লেখ্য়, ২০১৩ সালে প্রথমবার মাঠে কেকেআর বনাম আরসিবি ম্যাচ চলাকালীন ঝামেলায় জড়িয়েছিলেন গম্ভীর-বিরাট। তখন কেকেআরের অধিনায়ক ছিলেন বাঁহাতি প্রাক্তন ওপেনার। অন্যদিকে বিরাট সেবারই আরসিবির অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন। সেই ম্যাচে আউট হওয়ার পরই বাকবিতণ্ডায় জড়িয়ে যান ২ জনে। এরপর থেকে বিভিন্ন সময়ে বিরাটের খারাপ ফর্ম নিয়েও প্রশ্ন তুলেছিলেন গম্ভীর। ২ জনের যে সম্পর্কের বরফ গলেনি, তা বোঝা গিয়েছিল চলতি বছর আইপিএলে আরসিবি-লখনউ প্রথম সাক্ষাতেই। সেই ম্যাচ শেষে লখনউয়ের জয়ের পর বিরাটের দিকে ইঙ্গিত করে 'চুপ' থাকার ইশারা করেছিলেন গম্ভীর। গতকাল যেন তারই পাল্টা দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন বিরাট।
আসলে ঘটনার সূত্রপাত হয়েছিল লখনউয়ের ব্যাটিংয়ের সময়। মাত্র ১২৬ রানের পুঁজি রক্ষা করতে নেমে শুরু থেকই আক্রমণাত্মক মেজাজে মাঠে ফিল্ডিং করছিলেন কোহলি। লখনউ বোলার নবীন উল হকের সঙ্গে মাঠেই ঝামেলায় জড়ান তিনি। বেশ কথা কাটাকাটিও হয়। এরপর ম্যাচ শেষ হতেই ফের একবার নবীনের সঙ্গে বিরাটের কথা কাটাকাটি হয়। ঠিক সেই সময়ই গম্ভীর ও বিরাটের মধ্য়েও বিবাদ শুরু হয়।
আরও পড়ুন: কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন আপনি অ্যাজমার শিকার? কী কী সতর্কতা নেওয়া প্রয়োজন?