টোকিও: টেবিল টেনিসে প্যারালিম্পিক্সে ভারতকে পদকের আশা দেখাচ্ছেন প্যাডলার ভাবিনাবেন হাসমুখভাই পটেল। প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচে ব্রাজিলের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিলেন ভাবিনাবেন। প্রথম গেমে একটা সময় কড়া টক্কর চলছিল। ১০-১০ ছিল ম্যাচের ফল। সেখান থেকে ১২-১০ ব্য়বধানে জয় ছিনিয়ে নেন ভাবিনাবেন।
এরপর দ্বিতীয় গেমেও একাধিপত্য বজায় রেখে জয় ছিনিয়ে নেন এই ভারতীয় প্যারা অ্যাথলিট। তিনি দ্বিতীয় গেমে জয় ছিনিয়ে নেন ১৩-১১ ব্য়বধানে। তৃতীয় গেমে আরও বেশি আক্রমণাত্মক ছিলেন ভাবিনা। তৃতীয় গেমে ভাবিনার পক্ষে ফল ১১-৬।
এর আগে মরণবাঁচন ম্যাচে গ্রেট ব্রিটেনের মেগান শ্যাকলেটনকে পরাজিত করে টোকিও প্যারালিম্পক্সের রাউন্ড অফ ১৬-এ নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন ভাবিনাবেন হাসমুখভাই পটেল। টেবিল টেনিসের ক্লাস ৪ বিভাগে বিশ্বের নয় নম্বর মেগানের বিরুদ্ধে চার গেমের হাড্ডাহাড্ডি লড়াই হয় ভাবিনাবেনের। তবে ৪১ মিনিটের ম্যাচের পর শেষ হাসি হাসলেন বিশ্বের ১২ নম্বর ভারতীয় তারকাই। ১১-৭, ৯-১১, ১৭-১৫, ১৩-১১ স্কোরলাইনে ম্যাচ নিজের নামে করেন ভাবিনাবেন।
প্যারালিম্পিক্সে আর্চারিতে এদিন নেমেছিলেন ভারতের জ্যোতি বালিয়ান। তিরন্দাজি - মহিলাদের ব্যক্তিগত কম্পাউন্ড বিভাগ ওপেন র্যাঙ্কিং রাউন্ডে স্পোর্ট ক্লাস স্ট্যান্ডিংয়ে জ্যোতি নেমেছিলেন। শুরুটা ভাল করলেও ধীরে ধীরে পিছিয়ে পড়়েন যদিও। শেষ রাউন্ডে ৫৮ নম্বরে শেষ করেন ভারতের এই তিরন্দাজ। মোট ৬৭১ পয়েন্ট ঝুলিতে পুরে নেন তিনি। পয়েন্ট তালিকায় ১৫ নম্বরে শেষ করেন জ্যোতি। এটাই এক মরসুমে জ্যোতির সেরা পারফরম্যান্স।
এবারের প্যারালিম্পিক্সে টোকিওতে মোট ৫৪ জন ভারতের প্রতিনিধি অংশ নিতে চলেছেন টুর্নামেন্টে। মোট ৯টি খেলায় প্রতিনিধিত্ব করবে ভারতীয় অ্য়াথলিটরা। সেগুলোর মধ্যে রয়েছে তিরন্দাজি, ভারোত্তোলন, অ্যাথলেটিক্স (ট্র্যাক অ্যান্ড ফিল্ড), ব্যাডমিন্টন, সাঁতার সহ আরও অনেক খেলা। ১৯৮৪ প্যারালিম্পিক্স থেকে প্রত্যেকবারের ইভেন্টে খেলতে নেমেছেন ভারতীয় অ্যাথলিটরা। গতবার রিও ডি জেনেরিও প্যারালিম্পিক্সে যেখানে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন ১৯ জন, এবারে টোকিওতে সেই সংখ্যাটা একলাফে বেড়ে ৫৪।