টোকিও: টোকিও অলিম্পিক্সে ফ্রি স্টাইল বিভাগে সেমিতে উঠলেন ভারতের ২ কুস্তিগীর। ৫৭ কেজি বিভাগে শেষ চারে ওঠার পথে ভারতের রবি কুমার ধাইয়া হারিয়ে দিলেন বুলগেরিয়ার প্রতিদ্বন্দ্বীকে। অন্যদিকে ৮৬ কেজি বিভাগে ভারতের দীপক পুনিয়া হারিয়ে দিলেন চিনের প্রতিদ্বন্দ্বীকে। এদিনই কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন ২ জন। সেখান থেকে শেষ চারে জায়গা করে তাঁরা।
কুস্তিতে গত কয়েক মাসে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্য খুব একটা ভাল যায়নি। সুশীল সিংহকে গ্রেফতার হতে হয়েছে খুনের অভিযোগে। এই পরিস্থিতিতে রবি ও দীপকের এই পারফরম্যান্স সত্যিই আশাপ্রদ। গত মঙ্গলবার ৬২ কেজি বিভাগে মহিলাদের কুস্তিতে সোনম মালিক হেরে গিয়েছিলেন। কিন্তু ছেলেদের ফ্রি স্টাইলে একদিনেই দুটো দারুণ জয়। সেমিফাইনালের লড়াইয়ে রবি কুমার ধাইয়া নামবেন কাজাখাস্তানের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে। সূত্রের খবর, কাজাখাস্তানের প্রতিদ্বন্দ্বীর হালকা চোটের মতো রয়েছে। সেক্ষেত্রে ফাইনালের ওঠার রাস্তা কিন্তু আরও সহজ হয়ে যাবে রবির জন্য। লম্বা হওয়ার রবির কুস্তিতে সাফল্য যে আসবে, তা নিয়ে আশাবাদী ছিলেন অনেকেই। সেমিতে ১৪-৪ এ জয় পেলেন রবি। কোয়ার্টার ফাইনালে বুলগেরিয়ার প্রতিপক্ষের এসইউপি পয়েন্টের নিরিখে জয় হাসিল করেছেন রবি। দুপুর ২টো ৪৫ থেকে শুরু রবির সেমিফাইনাল।
অন্যদিকে দীপক পুনিয়া চিনের প্রতিদ্বন্দ্বীকে হারালেন ৬-৩ এ। তিনি এবার সেমিতে মুখোমুখি হবে ইউএসএর প্রতিদ্বন্দ্বীর। চিনের প্রতিদ্বন্দ্বী জুসেন লিনকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেন দীপক। কোয়ার্টার ফাইনালের প্রথমে দীপক এগিয়ে ছিলেন ১-০ ব্যবধানে। দ্বিতীয় পিরিয়ডে চিনের প্রতিদ্বন্দ্বী কিছুটা লড়াই দিয়েছিলেন। কিন্তু সেখান থেকে টানা পয়েন্ট জিতে শেষ চারে জায়গা পাকা করে নেন পুনিয়া।
এদিকে মহিলাদের কুস্তিতে ৫৭ কেজি বিভাগে ভারতের আনশু মালিককে হারতে হয়েছিল কোয়ার্টার ফাইনালে। বেলারুসের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে হারতে হয় আনশুকে। তবে আনশুর এখনও পদক জয়ের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বেলারুশের প্রতিদ্বন্দ্বী যদি সেমিতে জিতে ফাইনালে ওঠেন। তবে ব্রোঞ্জ জয়ের জন্য় লড়াইয়ে নামতে পারবেন আনশু।