টোকিও: শনিবার মীরাবাঈ চানুর পদক জয়ের পর থেকে আর কোনও পদক এখনও পর্যন্ত আসেনি ভারতের ঝুলিতে। তৃতীয় দিনে মেরি কম, পিভি সিন্ধু, মণিকা বাত্রারা তাঁদের ইভেন্টে জয় পেয়েছেন। কিন্তু হারের সম্মুখিন হয়েছেন সানিয়া-অঙ্কিতা জুটি, মানু ভাকের।


অলিম্পিক্সের চতুর্থ দিনে তিরন্দাজিতে আশা রয়েছে। তিরন্দাজির দলগত ইভেন্টে এলিমেশন পর্বে নামবেন অতনু দাস, প্রবীণ যাদব ও তরুণদীপ রাই। সকাল ৬টায় শুরু হবে তিরন্দাজি ইভেন্ট। সকাল ১১.৩০ এ এই ইভেন্টের মেডেল রাউন্ড শুরু হবে। তবে তার আগে ভারতের তিরন্দাজদের ২টো ম্যাচ জিতে আসতে হবে।


শ্যুটিংয়ে স্কিট যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে সোমবার। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অঙ্গদ বাজোয়া ও মাইরাজ আহমেদ খান। ভোর ৬.৩০ থেকে এই খেলা শুরু হবে। এই ইভেন্টের ফাইনাল রয়েছে দুপুর ১২টার সময়।


অঙ্গদ এই মুহূর্তে স্কিট ইভেন্টে ৭৫ শটসের পর ৭১ পয়েন্ট নিয়ে ১১ নম্বর স্থানে রয়েছেন। যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মোট ১২৫ শট মারতে পারেন একজন শ্যুটার। তার মানে আরও ৫০টি শটের পরই বোঝা যাবে যে আদৌ অঙ্গদ ফাইনালে প্রবেশ করতে পারবেন কিনা। নিয়ম অনুযায়ী প্রথম ৬ জন শ্যুটার যোগ্যতা অর্জন পর্ব থেকে ফাইনালে প্রবেশ করতে পারবেন। মাইরাজ যদিও অনেকটাই পেছনে থেকে ২৫ নম্বরে রয়েছেন।


বক্সিংয়ে বড় ম্যাচ রয়েছে ভারতের। ভারতের পদক জয়ের অন্যতম দাবিদার অমিত পাঙ্ঘাল পুরুষদের ফ্লাইওয়েট ক্যাটাগরিতে প্রথম রাউন্ডে নামবেন। খেলা শুরু সকাল ৭.৩০এ। এছাড়াও পুরুষদের মিডলওয়েট প্রথম রাউন্ডে আশিস কুমার নামবেন।


টেবিল টেনিসে পুরুষ ও মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় ও তৃতীয় রাউন্ড রয়েছে। খেলতে নামবেন জি সাথিয়ান, শরথ কমল, সুতীর্থা মুখোপাধ্যায় ও মণিকা বাত্রা। রবিবারই তৃতীয় রাউন্ডে উঠেছেন মণিকা।


মহিলা হকিতে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানির বিরুদ্ধে খেলতে নামবেন রানি রামপলরা। প্রথম ম্যাচে নেদাল্যান্ডসের বিরুদ্ধে ৫-১ গোলে হারতে হয়েছিল তাঁদের।