টোকিও: টোকিও অলিম্পিক্সে পদক তালিকায় আরও কয়েক ধাপ নেমে গেল ভারত। শুক্রবারের শেষে পদক তালিকায় ৫১ নম্বর স্থানে উঠে এল ভারত। এদিন বক্সিংয়ে আরও একটি পদক নিশ্চিত করেছে ভারত। লভলিনা বোর্গোহাইন চিনা তাইপেইয়ের প্রতিদ্বন্দ্বী নিয়েন চিন চেনকে ৬৯-৭৫ কেজি ক্যাটেগরিতে ৪-১ ব্যবধানে হারান। এর সাথে সাথে অলিম্পিক্সে ব্রোঞ্জ নিশ্চিত করে ফেলেন তিনি। উঠে যান সেমিফাইনালে। সঙ্গে সঙ্গে গড়ে ফেলেন ইতিহাস। অসমের প্রথম মহিলা বক্সার হিসেবে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেই পদক নিশ্চিত করলেন। 


পদক তালিকায় এই মুহূর্তে শীর্ষে রয়েছে চিন। ১৯টি সোনা, ১০টি রুপো ও ১১টি ব্রোঞ্জ সহ মোট ৪০টি পদক পেয়ে তালিকায় এক নম্বরে রয়েছে চিন। ১৭টি সোনা, ৪টি রুপো ও ৭টি ব্রোঞ্জ পদক-সহ মোট ২৮টি পদক পেয়ে তালিকায় দুই নম্বরে রয়েছে আয়োজক দেশ জাপান। মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে ৩ নম্বরে পদক তালিকায়। তাদের ঝুলিতে রয়েছে ১৪টি সোনা, ১৬টি রুপো ও ১১টি ব্রোঞ্জ।


শুক্রবারে টোকিও অলিম্পিক্সে ভাল শুরু হয় ভারতের। হকিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১-০ গোলে জয় পায় ভারতের মহিলা হকি দল। এরপরই বক্সিংয়ে ভারতের দ্বিতীয় পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা বোর্গোহাইন। চিনা তাইপেইয়ের প্রতিদ্বন্দ্বীকে হারালেন ৪-১ ফলে। খুব অল্পের জন্য প্রথম রাউন্ডে এগিয়ে যান অসমের লভলিন। ফল হয় ৩-২। এর জেরে চাপে পড়ে যান তাইপেইয়ের প্রতিদ্বন্দ্বী। ভাল ফুটওয়ার্কের জেরে দ্বিতীয় রাউন্ডে প্রতিরোধ করেন নিয়েন চিনের পাঞ্চ। তৃতীয় রাউন্ডেও ধারাবহিকতা ধরে রাখেন লভলিন। উল্লেখ্য, বিজেন্দ্র সিংহ, মেরি কমের পর অলিম্পিক্স পদক লভলিনার।


ব্যাডমিন্টনে সিঙ্গলসে এদিন কোয়ার্টার ফাইনালে উঠে যান পিভি সিন্ধু। সেমিতে ওঠার পথে তিনি হারিয়ে দিলেন জাপানের আকানে ইয়ামাগুচিকে। খেলার ফল সিন্ধুর পক্ষে ২১-১৩, ২২-২০। এবার একটা ম্যাচেও কোনও গেমে এখনও পর্যন্ত হারেননি সিন্ধু। রিও অলিম্পিক্সের রুপোজয়ী শাটলার এবার প্রথম থেকেই অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছেন। এদিনও খেলার প্রথম থেকেই দুর্দান্ত ছন্দে এগোচ্ছিলেন সিন্ধু। এদিন মোট ৫৬ মিনিটের লড়াই হল ২ জনের মধ্যে। হকিতে জাপানের বিরুদ্ধে দুরন্ত জয় পায় ভারতীয় পুরুষ দল। জাপানের বিরুদ্ধে ৫-৩ গোলে জয় পেল ভারত।