টোকিও : নিরাপদে জাপান পৌঁছে অলিম্পিক গেমস ভিলেজেও ঢুকে পড়েছেন ভারতীয় অ্যাথলিটরা। গত ১৭ জুলাই ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টোকিও অলিম্পিক্সের উদ্দেশে রওনা দেন তাঁরা। বিমানবন্দরে ৮৮ জন অ্যাথলিটেরই কোভিড পরীক্ষা করা হয়। প্রত্যেকের নেগেটিভ রিপোর্ট আসে। তাঁদের পিভিসি কার্ডেরও বৈধতা দেখে নেওয়া হয় বিমানবন্দরে। পরে এক অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে, ভিলেজে সব অ্যাথলিট কোচ ও সাপোর্ট স্টাফদের সুন্দরভাবে থাকার বন্দোবস্ত করা হয়েছে। প্রত্যেকেই আরামে আছেন।
কোনও সমস্যা ছাড়াই তাঁরা ডাইনিং হলে খাবার খাচ্ছেন এবং প্রত্যেই ঠিক আছেন। প্রত্যেক অ্যাথলিটকে সংক্রমণ নিয়ন্ত্রণ প্রোটোকলের কথা জানানো হয়েছে। এছাড়া কোচদের কোভিড পরীক্ষার কিটও বিতরণ করা হয়েছে। আগামীকাল সকাল থেকে সব দলের প্রশিক্ষণ শুরু হবে ।
প্রসঙ্গত, ১৮টি খেলা থেকে মোট ১২৭ জন অ্যাথলিট ভারত থেকে টোকিওর উদ্দেশে রওনা দেবেন। এটাই ভারত থেকে অলিম্পিক্সে পাঠানো সবথেকে বড় প্রতিনিধিদল। ১৮টি খেলায় ৬৯টি ইভেন্টে অংশ নেবেন ভারতীয় অ্যাথলিটরা।
প্রসঙ্গত, আগামী ২৩ জুলাই অলিম্পিক্সের আসর বসতে চলেছে। তার আগে করোনার থাবা গেমসে। টোকিও গেমসের প্রথম কোভিড পজিটিভ কেসের খোঁজ পাওয়া গেছে গতকাল। টোকিও অর্গানাইজিং কমিটির মুখপাত্র মাসা তাকায়া জানান, এটাই ভিলেজের প্রথম পজিটিভ রিপোর্ট। স্ক্রিনিং করার সময় ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে।
এদিকে গেমস শুরুর ঠিক আগে করোনা সংক্রমণের খবরে বাড়ছে উদ্বেগ। টোকিও গেমস কমিটির সিইও তোশিরো মুটো জানান, বিদেশ থেকে আসা এক অতিথি কোভিড আক্রান্ত হয়েছেন। তিনি গেমস আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন। যদিও, ওই ব্যক্তির পরিচয় খোলসা করেননি তিনি।
গত বছর, অর্থাৎ ২০২০ সালে হওয়ার কথা ছিল টোকিও অলিম্পিক্সের। কিন্তু, মারণ অতিমারীর জন্য তা পুরো এক বছর পিছিয়ে দেওয়া হয়। এবছরও, অত্যন্ত কঠোর বিধিনিষেধ ও সতর্কতা অবলম্বন করে হচ্ছে এই গেমস। যদিও টোকিও অলিম্পিক গেমসের আয়োজক কমিটির প্রধান সিকো হাসিমোটো বলেন, যে কোনও কোভিড হানাকে রুখতে তৎপর আমরা। যদি কোনও ঘটনা ঘটেও থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা যথাযথ ব্যবস্থা নেব।