মণিপুর: টোকিও অলিম্পিক্সে ভারতকে তিনিই প্রথম রুপোর পদক এনে দিয়েছিলেন। ইতিহাস গড়ার আনন্দ দিয়েছিলেন দেশকে। সেই মীরাবাঈ চানুর আজ ২৭ তম জন্মদিন। নিজের বিশেষ দিনটিকে তাই বিশেষভাবেই পালন করলেন চানু। 


এদিন টুইটারে সেই ছবিও পোস্ট করে মীরাবাঈ চানু লেখেন, "পরিবারের সঙ্গে বহু সময় বাদে জন্মদিন উদযাপন করলাম।" পরিবারকে পাশে নিয়েই এদিন উদযাপন করেন তিনি।



এর আগে টোকিও অলিম্পিকে দেশকে গর্বিত করা চানুর জীবনের বিশেষ দিনে তাঁর পাশে গিয়ে দাঁড়াতে দেখা যায় মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেণ সিংকে। তাঁর বাসভবনেই এদিন সকালে কেক কাটেন রুপোজয়ী অলিম্পিয়ান। মণিপুরের মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে মীরাবাঈ চানুর কেক কাটার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে রুপোজয়ী অ্যাথলিট কেক খাওয়াতে যাচ্ছে এন বীরেন সিংকে।এদিন রুপোজয়ীকে জন্মদিনের শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেন অনুরাগীরা। আগামী দিনে তাঁর শুভ সময়ও কামনা করেছেন সকলে।


অলিম্পিক্স থেকে রুপো জিতে আসা ভারোত্তোলক কিছুদিন আগেই বাড়িতে বসে খাবার আস্বাদনের ছবি পোস্ট করেছিলেন। যা মন কেড়েছিল নেটিজেনদের। দু'বছর পর বাড়ির খাবার আস্বাদন করার পর চানু লেখেন, 'দু'বছর পর বাড়ির খাবার খেলে মুখে এরকমই হাসি দেখা যায়।'


অলিম্পিক্সে ভারোত্তোলনে ৪৯ কেজি বিভাগে রুপোর পদক জিতেছেন। দেশে ফিরে  মাকে দেখে কান্নায় ভঙে পড়েন তিনি। মা সাইখম ওঙ্গবি টোম্বি লেইমাকে দেখেই মঙ্গলবার আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন চানু। মাকে জড়িয়ে ধরেন। তারপরই কাঁদতে শুরু করেন দুজনই। স্ত্রী ও মেয়ের আনন্দাশ্রু তখন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন চানুর বাবা সাইখম কৃতি মেইতেই।


প্রসঙ্গত, নিজের গয়না বিক্রি করে চানুর জন্য একজোড়া কানের দুল বানিয়ে দিয়েছিলেন সাইখম ওঙ্গবি টোম্বি লেইমা। দুলজোড়া বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ তার গড়ন অলিম্পিক্স রিংয়ের মতো। সেই দুল পরে রিও অলিম্পিক্সে পারেননি। তবে টোকিও থেকে পদক জিতে ফিরেছেন চানু।