টোকিও: কুস্তির ফ্রি স্টাইলে ৫৩ কেজি বিভাগে হার ভিনেশ ফোগতের। কোয়ার্টার ফাইনালেই হেরে গেলেন ভিনেশ। বেলারুসের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে হারতে হল ভিনেশকে। প্রথম রাউন্ডেই পিছিয়ে গিয়েছিলেন ২-৫ ফলে। এরপরে একবার ম্যাচে ফিরে এলেও, শেষ হাসি হাসেন তাঁর প্রতিপক্ষই। ৯-৩ ফলে জয় পান বেলারুসের কুস্তিগীর। তবে এখনও পদক জয়ের একটা সুযোগ থেকে যাবে ভিনেশের। সেক্ষেত্রে যদি বেলারুসের কুস্তিগীর ফাইনাল উঠলে সেক্ষেত্রে রেপেসাজ বিভাগে খেলার সুযোগ পাবেন ভিনেশ। এদিন প্রথমে সোফিয়া ম্যাটসনকে হারিয়ে কোয়ার্টারে প্রবেশ করেছিলেন ভিনেশ। কিন্তু কোয়ার্টারে হার মানতে হয় তাঁকে। 


এর আগে কুস্তিতে রেপেসাজ রাউন্ডে ব্যর্থ হন ভারতের অংশু মালিক। এরপর ভিনেশের সামনে এবার ফের একবার ব্রোঞ্জ জয়ের সুযোগ থাকছে। কুস্তিতে সকালে ভাল খবর না এলেও এদিন হকিতে সকালেই ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্য দুর্দান্ত খবর চলে আসে। এদিন ৪০ বছর পর হকিতে ফের অলিম্পিক্সে পদক জিতেছে ভারত।


জার্মানির বিরুদ্ধে ব্রোঞ্জ জয়ের ম্যাচে খেলতে নেমেছিল ভারতীয় দল।  এদিন ম্যাচের শুরু থেকেই যদিও পিছিয়ে ছিল ভারত। কারণ প্রথম কোয়ার্টারেই ১-০ গোলে পিছিয়ে যায় তাঁরা। আক্রমণভাগে প্রথম দিকে ভারতের তুলনায় অনেকটাই এগিয়ে ছিল জার্মানরা। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারেই ম্যাচে ফিরে আসে ভারতীয় দল। এই কোয়ার্টারে পরপর ২টো গোল করে ম্যাচে এগিয়ে যায় তাঁরা। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই গোল করেন সিমরনজিৎ। কিন্তু এরপরই টানা ২ গোল করে বড় লিড নিয়ে নেয় জার্মানরা। এক সময়ে ৩-১ গোলে এগিয়ে যায় জার্মান ব্রিগেড। 


কিন্তু এরপরই ম্যাচে ফের ফিরে আসে ভারত। দ্বিতীয় কোয়ার্টারের শেষে হার্দিক সিংহ ও হরমনপ্রীতের গোলে সমতা ফেরায় ভারতীয় দল। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি পেয়ে যায় ভারত। সেখান থেকে দলের হয়ে ব্যবধান বাড়ান রুপিন্দর পাল সিংহ। এর কিছুক্ষণের মধ্যে ফের লিড বাড়িয়ে নেয় ভারতীয় দল। এবার নিজের দ্বিতীয় গোলটি করেন সিমরনজিৎ। চতুর্থ কোয়ার্টারে বেশ আক্রমণাত্মক হয়ে ওঠে জার্মানি। এই জন্য গোলরক্ষককে বসিয়ে একজন ফিল্ড প্লেয়ারকে নামায় জার্মানরা। কিন্তু তাতেও ভারতের জয় আটকাতে পারেনি তাঁরা। পি আর শ্রীজেশ একাই দুর্দান্ত ফর্মে ছিলেন এদিন গোলপোস্টের নীচে। শেষ পর্যন্ত একটি গোল শোধ করে জার্মানি, তবে তা তাদের জয়ের জন্য কখনওই যথেষ্ট ছিল না। ১৯৮০ সালে মস্কো অলিম্পিক্সে শেষবার ভারতের হকি দল পদক জিতছিল। সেবার হকিতে সোনা জিতেছিল ভারত।