নয়াদিল্লি:  কুস্তিতে ৫৭ কেজি বিভাগে অলিম্পিক্সে ভারতের পদক নিশ্চিত হয়েছে। পদক নিশ্চিত করেছেন ভারতের রবি কুমা দাহিয়া। কাজখস্তানের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করে ম্যাচে জয় হাসিল করে নেন রবি। কিন্তু ম্যাচের পরই একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে কাজাখস্তানের প্রতিদ্বন্দ্বী দাঁত দিয়ে কামড় বসিয়েছিলেন রবির হাতে। তীব্র সমালোচনার ঝড় বয়ে গিয়েছে এরপরই। এবার সেই ইস্যুতে কাজাখস্তানের প্রতিদ্বন্দ্বীকে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা করলেন বীরেন্দ্র সহবাগ। তিনি বলেন, 'ভীষণ অনুচিত এটা। তাও আমাদের রবি দাহিয়ার স্পিরিট নষ্ট করতে পারেনি। কাজাখস্তানের নুরিস্লামের খুবই অপমানজনক ব্যবহার।  দারুণ রবি, তুমি বুক আরও চওড়া করে দিয়েছ।'




এদিকে বৃহস্পতিবার হকিতে ব্রোঞ্জ জেতে ভারতীয় পুরুষ হকি দল। জার্মানিকে ৫-২ গোলে হারিয়ে দেয় হরমনপ্রীতরা। এদিন ম্যাচের শুরু থেকেই যদিও পিছিয়ে ছিল ভারত। কারণ প্রথম কোয়ার্টারেই ১-০ গোলে পিছিয়ে যায় তাঁরা। আক্রমণভাগে প্রথম দিকে ভারতের তুলনায় অনেকটাই এগিয়ে ছিল জার্মানরা। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারেই ম্যাচে ফিরে আসে ভারতীয় দল। এই কোয়ার্টারে পরপর ২টো গোল করে ম্যাচে এগিয়ে যায় তাঁরা। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই গোল করেন সিমরনজিৎ। কিন্তু এরপরই টানা ২ গোল করে বড় লিড নিয়ে নেয় জার্মানরা। এক সময়ে ৩-১ গোলে এগিয়ে যায় জার্মান ব্রিগেড।  কিন্তু এরপরই ম্যাচে ফের ফিরে আসে ভারত। দ্বিতীয় কোয়ার্টারের শেষে হার্দিক সিংহ ও হরমনপ্রীতের গোলে সমতা ফেরায় ভারতীয় দল। তৃতীয় কোয়ার্টারের রুপিন্দর পাল সিংহ গোল করেন। সিমরনজিৎ নিজের দ্বিতীয় গোলটি করেন এরপর ম্যাচে। চতুুর্থ কোয়ার্টারে জার্মানি একটি গোল শোধ করলেও তা জয় এনে দিতে পারেনি তাঁদের।