নয়া দিল্লি : হার্ট ফুলে যাচ্ছে। তাই সম্প্রতি দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস(এইমস)-এ ভর্তি করা হয়েছিল টোকিও প্যারালিম্পিক্সে ভারতের হয়ে ব্রোঞ্জ-জয়ী শরদ কুমারকে। বুকে ব্যথা অনুভব করায় সম্প্রতি তাঁর শারীরিক পরীক্ষা করানো হয়। তাতেই দেখা যায়, প্যারালিম্পিক্সে পদকজয়ী হাই-জাম্পার শরদের হার্ট সোয়েলিং-এর সমস্যা রয়েছে।


সংবাদ সংস্থা এএনআই-কে শরদ জানান, জানি না কী হয়েছে। কিন্তু, রিপোর্টে দেখা যাচ্ছে, আমার হার্ট ফুলে যাচ্ছে। ভীষণ যন্ত্রণা হচ্ছে। হাসপাতালে রোজ পরীক্ষা করাতে করাতে ক্লান্ত হয়ে উঠেছি। এখন বাড়িতে আছি। কিন্তু, পরীক্ষার জন্য আমাকে আবার হাসপাতালে যেতে হবে।


টোকিও প্যারালিম্পিক্সের পুরুষ হাই-জাম্প বিভাগে ব্রোঞ্জ জয়ের পর শরদ জানান, টুর্নামেন্টের আগে তিনি আঘাত পেয়েছিলেন। তিনি বলেন, আমার পক্ষে খুবই খারাপ সময় ছিল। সারা রাত কাঁদতাম। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারব বলেও ভাবতে পারিনি। সকালে বাবা-মায়ের সঙ্গে কথা বলি। তাঁদের বলি, সব শেষ হয়ে গেল। কোনও পাপের ফল ভোগ করছি আমি। জানি না, কী হচ্ছে। সেই সময় ভাই এবং কয়েক জন বন্ধু আমাকে আশ্বস্ত করে বলে, কিছু হবে না। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। 


আরও পড়ুন ; প্য়ারালিম্পিক্সে আরও পদক, হাইজাম্পে মারিয়াপ্পনের রুপো, শরদের ব্রোঞ্জ


শনিবারই শরদের পাশাপাশি শাটলার প্রমোদ ভগত, শ্যুটার মণীশ নরওয়াল, জ্যাভলিন থ্রোয়ার সুন্দর সিংহ গুর্জরের নাম মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার ২০২১-এর জন্য সুপারিশ করেছে প্যারালিম্পিক্স কমিটি অফ ইন্ডিয়া। এই চার খেলোয়াড়াই সম্প্রতি টোকিও প্যারালিম্পিক্সে ভারতের মুখ উজ্জ্বল করেছেন। প্রসঙ্গত, সদ্য সমাপ্ত টোকিও অলিম্পিক্সে হাইজাম্পের টি ৪২ ফাইনালে নজর কাড়েন ভারতের দুই অ্যাথলিট। রুপো জেতেন মারিয়াপ্পন থঙ্গাভেলু। ব্রোঞ্জ জেতেন শরদ কুমার। হাইজাম্পে টি ৪২ বিভাগের ফাইনালে ১.৮৮ মিটার লাফিয়ে সোনা জেতেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাম গ্রিউ। মারিয়াপ্পন ১.৮৬ মিটার লাফিয়ে রুপো জেতেন এবং তৃতীয় হন শরদ কুমার। ১.৮৩ মিটার লাফান তিনি।