টোকিও: প্যারালিম্পিক্সে একটি সোনা ইতিমধ্যেই জিতে নিয়েছেন তিনি। শুক্রবার ফের নামছেন শ্যুটার অবনী লেখারা। মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পোজিশনস এসএইচ ওয়ানের যোগ্যতা অর্জনকারী পর্বে নামছেন তিনি।


শুক্রবার প্যারালিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটদের কার কখন খেলা, দেখে নেওয়া যাক।



  • সকাল ৬.২১ - ক্য়ানো স্প্রিন্ট - মহিলাদের ভিএল ২ - সেমিফাইনালে ভারতের পি যাদব

  • ভোর ৫.৩০ - ব্যাডমিন্টন - মহিলাদের ডাবলস এসএল/এসইউ - ভারতের পি ডি পারমার ও পলক কোহলি বনাম ফ্রান্সের এফৎ নোয়েল ও এল মোরিন

  • সকাল ৬টা - শ্যুটিং - মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পোজিশনস এসএইচ ওয়ান - যোগ্যতা অর্জনকারী পর্বে ভারতের অবনী লেখারা

  • সকাল ৬টা - শ্যুটিং - পুরুষদের ৫০ মিটার রাইফেলের থ্রি পোজিশনস এসেইচ ওয়ান - যোগ্যতা অর্জনকারী পর্বে ভারতের দীপক

  • সকাল ৬.১৭ - সাঁতার - পুরুষদের ৫০ মিটার বাটারফ্লাই এস ৭ - হিটে ভারতের এস এন যাদব

  • সকাল ৬.৩০ - তিরন্দাজি - পুরুষদের রিকার্ভ - ১/১৬ এলিমিনেশন পর্ব - ভারতের এইচ সিংহ বনাম ইতালির এস ত্রাভিসানি

  • সকাল ৭.৩২ - অ্যাথলেটিক্স - পুরুষদের হাইজাম্প টি ৬৪ - ফাইনালে ভারতের পি প্রবীণ কুমার

  • দুপুর ৩.৩৫ - অ্যাথলেটিক্স - মহিলাদের ক্লাব থ্রো এফ ৫১ - ফাইনালে ভারতের কে লাকরা

  • সকাল ৬টা - রোড সাইক্লিং - পুরুষদের রোড রেস সি ৪-৫ ফাইনাল

  • সকাল ৬.০৫ - রোড সাইক্লিং - মহিলাদের রোড রেস সি ১-৩ ফাইনাল


প্যারালিম্পিক্সে এখনও পর্যন্ত ১০টি পদক জিতেছে ভারত। ২টি সোনা, ৫টি রুপো ও তিনটি ব্রোঞ্জ-সহ মোট দশটি পদক জমা হয়েছে ভারতের প্রাপ্তির ভাঁড়ারে। পদক তালিকায় ৩৬ নম্বরে রয়েছে ভারত।


পদক তালিকায় চিন সকলের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে। ৭৭টি সোনা, ৪৬টি রুপো ও ৪৪টি ব্রোঞ্জ-সহ মোট ১৬৭টি পদক জিতে তালিকায় শীর্ষে চিন। দু'নম্বরে থাকলেও পদক সংখ্যার নিরিখে অনেক পিছিয়ে গ্রেট ব্রিটেন। ৩৪টি সোনা-সহ মোট ৯৬টি পদক জিতেছে তারা। আরপিসি (রাশিয়ান প্যারালিম্পিক্স কমিটি) রয়েছে তিন নম্বরে। ৩২টি সোনা সহ মোট ৯৭টি পদক জিতেছে তারা। ২৭টি সোনা সহ ৮০টি পদক জিতে চার নম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র।


বৃহস্পতিবার দিনটা ভারতের পদকশূন্যই কেটেছে। তবে প্যারালিম্পিক্সে ভারতের অ্যাথলিটদের দুরন্ত পারফরম্যান্স অব্যাহত। ব্যাডমিন্টনের সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতের প্যারা শাটলার প্রমোদ ভগৎ। ইউক্রেনের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে স্ট্রেট গেমে জয় পেলেন প্রমোদ। খেলার ফল প্রমোদের পক্ষে ২১-১২, ২১-৯। সেমিফাইনালে জয় পেলেই আরও একটি পদক নিশ্চিত হয়ে যাবে ভারতের।