টোকিও: চলতি প্যারালিম্পিক্সে সোনার দৌড় চলছে ভারতের। প্যারালিম্পিক্সে ভারতের পদক জয়ের যাত্রা অব্যাহত। ২টি সোনা, ৫টি রুপো ও তিনটি ব্রোঞ্জ-সহ মোট দশটি পদক এখনও পর্যন্ত জমা হয়েছে ভারতের প্রাপ্তির ভাঁড়ারে। পদক তালিকায় ৩০ নম্বরে উঠে এসেছে ভারত।


বুধবার ভাগ্যপরীক্ষা এক ঝাঁক ভারতীয় অ্যাথলিটের। কার কখন খেলা, আগাম দেখে নেওয়া যাক -



  • সকাল ৬টা - শ্যুটিং - মিক্সড ১০ মিটার এয়ার রাইফেল প্রোন এসএইচ ওয়ান যোগ্যতা অর্জনকারী পর্ব - এস বাবু

  • দুপুর ৩.৫৫ - অ্যাথলেটিক্স - পুরুষদের ক্লাব থ্রো এফ ৫১ - এ কুমার

  • সন্ধ্যা ৬.১৫ - অ্যাথলেটিক্স - মহিলাদের ৪০০ মিটার টি ৩৭ - ফাইনাল

  • ভোর ৫.৩০ - হুইলচেয়ার বাস্কেটবল - পুরুষদের টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি কলম্বিয়া ও আলজিরিয়া

  • সকাল ৬টা - রোড সাইক্লিং - পুরুষদের রোড রেস এইচ ৫ - ফাইনাল

  • দুপুর ২.৩০ - ব্যাডমিন্টন - মিক্সড ডাবলস এসএল/এসইউ - ভারত (পলক কোহলি, পি ভগৎ) বনাম ফ্রান্স (এফ নোয়েল, এল মাজুর)

  • বিকেল ৫.১০ - ব্যাডমিন্টন - মহিলা সিঙ্গলস এসইউ ৫ - পলক কোহলি বনাম এ সুজুকি (জাপান)

  • সকাল ৬টা - বওচা - মিক্সড বিসি ফোর - ফাইনাল - ব্রোঞ্জ পদকের ম্য়াচে মুখোমুখি চিন ও হংকং

  • সকাল ৬টা - বওচা - মিক্সড বিসি টু - ফাইনাল - ব্রোঞ্জ পদকের ম্যাচে মুখোমুখি ব্রাজিল ও তাইল্যান্ড

  • সকাল ৬.০৫ - রোড সাইক্লিং - পুরুষদের রোড রেস এইচ ১-২ - ফাইনাল


মঙ্গলবার হাইজাম্পের টি ৪২ ফাইনালে নজর কাড়লেন ভারতের দুই অ্যাথলিট। রুপো জিতলেন মারিয়াপ্পন থঙ্গাভেলু। ব্রোঞ্জ জিতলেন শরদ কুমার।


হাইজাম্পে টি ৪২ বিভাগের ফাইনালে ১.৮৮ মিটার লাফিয়ে সোনা জিতেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাম গ্রিউ। মারিয়াপ্পন ১.৮৬ মিটার লাফিয়ে রুপো জিতেছেন। তৃতীয় হয়েছেন শরদ কুমার। ১.৮৩ মিটার লাফিয়েছেন তিনি।


১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতলেন সিংরাজ আদানা। কোয়ালিফিকেশন রাউন্ডে ৬ নম্বরে থেকে ফাইনালে উঠেছিলেন তিনি। ফাইনালে সিংরাজের মোট স্কোর ছিল ২১৬.৮। তৃতীয় স্থানে শেষ করেন তিনি। ভারতের আর এক প্রতিযোগী মণিশ নারওয়াল সাত নম্বর স্থানে শেষ করেছেন।