কলকাতা: কোলে এসেছে ছোট্ট ঈশান। গত কয়েকটা দিনে যেন আমূল বদলে গিয়েছে নুসরত জাহানের জীবন। একরত্তিকে বাড়ি নিয়ে আসার পর সোশ্যাল মিডিয়ায় এই প্রথম ছবি পোস্ট করলেন তৃণমূল সাংসদ।


সাদা পোশাকে আনমনে নিজের চুল সরিয়ে নিচ্ছেন নুসরত। হালকা মেকআপে যথারীতি সুন্দরী দেখাচ্ছে নায়িকাকে। ছবির ক্যাপশানে নুসরত লিখেছেন, ক্যামেরার পিছনের দৃশ্য। সেইসঙ্গে তিনি লিখেছেন, ছবিটি তুলেছেন সোমনাথ রায়। কাকতালীয়ভাবে, যশ দাশগুপ্ত ও নিখিল জৈনের প্রোফাইলেও রয়েছে এই সোমনাথ রায়েরই তোলা ছবি। নুসরতের মা হওয়ার দিনেই এই চিত্রগ্রাহকের তোলা ছবিই পোস্ট করেছিলেন দুজনে।


গত বৃহস্পতিবার, ২৬ অগাস্ট, পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তারকা সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। অপারেশনের দিন সকালে তাঁর শেষ পোস্ট দেখেছিলেন অনুরাগীরা। একটি নিজস্বী পোস্ট করে লিখেছিলেন 'ফেইথ ওভার ফিয়ার' অর্থাৎ ভয়ের ঊর্ধ্বে ভরসা। দিন দুয়েকের বিশ্রামের পর একটি একটি ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেছিলেন নুসরত। রবিবারের বৃষ্টিভেজা দুপুরে জানলার ধারে রাখা দুটো কফি কাপের বুমেরাং পোস্ট করেছিলেন। সঙ্গে লিখেছিলেন 'রেন, কফি অ্যান্ড মোর...'। বৃষ্টির দিনে হাসপাতালে থেকেই মজেছেন কফিতে। তবে কফির ধোঁয়ায় সঙ্গী কে তা অবশ্য খোলসা করেননি অভিনেত্রী। 


তবে সোমবার হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার সময় নুসরতের সঙ্গী হয়েছিলেন যশ। এমনকি ছোট্ট ঈশানকে কোলে নিয়েই গাড়িতে ওঠেন যশ। নতুন মা নুসরতের কপালে ছোট্ট টিপ। হাত জোড় করে নমস্কার করেন সংবাদমাধ্যমের ক্যামেরার দিকে। আর বাড়ি ফিরে এখন জীবনের নতুন অধ্যায় কাটাচ্ছেন নুসরত।


সন্তান জন্ম নেওয়ার পর মা ও সদ্যোজাত কথা সোশাল মিডিয়ায় জানান যশ দাশগুপ্ত নিজেই। জানান, সুস্থ আছেন নুসরত জাহান আর সদ্যোজাত শিশুপুত্র। নুসরতের লড়াইয়ে সর্বক্ষণের সঙ্গী তো তিনিই। প্রথম থেকে শেষ, নুসরতের মাতৃত্বের লড়াইয়ে তাঁকে আগলে রেখেছিলেন যশই। মা হওয়ার দিন, হাসপাতালেও নুসরতের ইচ্ছা ছিল, যেন তাঁর পাশে থাকেন 'বন্ধু' যশ। ইচ্ছাপূরণ। জীবনের গুরুত্বপূর্ণ দিনে অভিনেত্রীর পাশে রইলেন যশ।