টোকিও: প্যারালিম্পিক্সে এখনও পর্যন্ত ১০টি পদক জিতেছে ভারত। ২টি সোনা, ৫টি রুপো ও তিনটি ব্রোঞ্জ-সহ মোট দশটি পদক জমা হয়েছে ভারতের প্রাপ্তির ভাঁড়ারে। পদক তালিকায় ৩৬ নম্বরে রয়েছে ভারত।


পদক তালিকায় চিন সকলের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে। ৭৭টি সোনা, ৪৬টি রুপো ও ৪৪টি ব্রোঞ্জ-সহ মোট ১৬৭টি পদক জিতে তালিকায় শীর্ষে চিন। দু'নম্বরে থাকলেও পদক সংখ্যার নিরিখে অনেক পিছিয়ে গ্রেট ব্রিটেন। ৩৪টি সোনা-সহ মোট ৯৬টি পদক জিতেছে তারা। আরপিসি (রাশিয়ান প্যারালিম্পিক্স কমিটি) রয়েছে তিন নম্বরে। ৩২টি সোনা সহ মোট ৯৭টি পদক জিতেছে তারা। ২৭টি সোনা সহ ৮০টি পদক জিতে চার নম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র।


বৃহস্পতিবার দিনটা ভারতের পদকশূন্যই কেটেছে। তবে প্যারালিম্পিক্সে ভারতের অ্যাথলিটদের দুরন্ত পারফরম্যান্স অব্যাহত। ব্যাডমিন্টনের সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতের প্যারা শাটলার প্রমোদ ভগৎ। ইউক্রেনের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে স্ট্রেট গেমে জয় পেলেন প্রমোদ। খেলার ফল প্রমোদের পক্ষে ২১-১২, ২১-৯। সেমিফাইনালে জয় পেলেই আরও একটি পদক নিশ্চিত হয়ে যাবে ভারতের। 


পুরুষদের জ্যাভলিনে এফ-৬৪ ইভেন্টে সোনা জিতেছিলেন ভারতের সুমিত আন্টিল। ৬৮ দশমিক ৫৫ মিটার ছুড়ে বিশ্বরেকর্ড গড়ে প্যারালিম্পিক্সে সোনা জিতেছেন সুমিত। এটা ঠিল প্যারালিম্পিক্সে ভারতের দ্বিতীয় সোনা। ফাইনালের মঞ্চে সুমিত চোখ ধাঁধানো পারফরম্যান্স মেলে ধরেছেন। ফাইনালে তিনটি বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছেন তিনি। প্রথম থ্রো-তে ৬৬.৯৫ মিটার জ্যাভলিন ছুঁড়ে বিশ্বরেকর্ড গড়ে কার্যত সোনাজয় নিশ্চিত করে ফেলেছিলেন তিনি। দ্বিতীয়বার ছোড়ার সময় নিজের সদ্য তৈরি বিশ্বরেকর্ডকেই আরও একটু উন্নীত করেন তিনি। আর তৃতীয়বার ছোড়ার সময় ৬৮.৫৫ মিটার জ্যাভলিন ছুড়ে নতুন বিশ্বরেকর্ড তৈরি করে সোনা জেতেন সুমিত।


সোমবার প্যারালিম্পিক্সে প্রথম ভারতীয় শ্যুটার হিসেবে সোনা জিতে ইতিহাস গড়েন অবনী লেখারা। মহিলা শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল ফাইনালে ২৪৯.৬ স্কোর করে বিশ্বরেকর্ড করেন অবনী। ইউক্রেনের ইরিনা শেটনিকের সঙ্গে যুগ্মভাবে এই বিশ্বরেকর্ড। যোগ্যতা অর্জন পর্বে সাত নম্বরে শেষ করেছিলেন। তারপর দুরন্ত কামব্যাক করে ফাইনালে বাজিমাত অবনীর।