নয়াদিল্লি: টোকিও প্যারালিম্পিক্সে অংশগ্রহণকারী ভারতীয় প্যারা অ্যাথলিটদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের ট্যুইটার হ্যান্ডেলে টোকিও প্যারা অ্যাথলিটদের শুভেচ্ছা জানিয়ে মোদি লেখেন, 'প্যারালিম্পিক্স শুরু হতে চলেছে। আমি ভারতীয় প্যারা অ্যাথলিটদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশাবাদী যে ওঁরা দুর্দান্ত পারফর্ম করবে। প্রত্যেকের জন্য আমরা ভীষণ গর্বিত।'


 






নিজের ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন মোদি। সেখানে দেখা যাচ্ছে যে টোকিও প্যারালিম্পিক্সের মার্চ পাস্টে ভারতের প্রতিনিধিরা। নিজের বাসভবন থেকে সেই ভিডিও দেখছেন মোদি। আর করতালির মাধ্যমে তাঁদের শুভেচ্ছা জানাচ্ছেন। প্যারালিম্পিক্সে ভারতের পতাকা বহন করলেন জ্যাভলিন থ্রোয়ার টেক চাঁদ। প্রথমে মারিয়াপ্পান থাঙ্গাভেলুর পতাকা বহন করার দায়িত্ব ছিল। কিন্তু করোনা আক্রান্তের সংস্পর্শে আসার জন্য কোয়ারেন্টিনে চলে যেতে হয় তাঁকে। ফলে টেক চাঁদ পতাকা বহন করেন।


দ্য গ্রেটেস্ট শো অন আর্থে ঐতিহাসিক সাফল্য এসেছে ভারতের ঝুলিতে, অলিম্পিক্সের সাফল্যের রেশ প্যারালিম্পিক্সেও বজায় থাকবে বলেই প্রত্যাশা আসমুদ্রহিমাচলের। ১৯৮৪ প্যারালিম্পিক্স থেকে প্রত্যেকবারের ইভেন্টে খেলতে নেমেছেন ভারতীয় অ্যাথলিটরা। গতবার রিও ডি জেনেরিও প্যারালিম্পিক্সে যেখানে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন ১৯ জন, এবারে টোকিওতে সেই সংখ্যাটা একলাফে বেড়ে ৫৪। তিরন্দাজি, প্যারা ক্যানিওনিং, অ্যাথলেটিক্স, শুটিং, টেবিল টেনিস, সাঁতার, ব্যাডমিন্টন, পাওয়ারলিফ্টিং, তাইকোন্ডোর মতো ইভেন্টে নামবেন ভারতীয় প্যারা অ্যাথলিটরা। 


ভাবিনা পটেল ও সোনাল পটেল গুজরাতের এই ২ প্যারা অ্যাথলিট এবার টোকিও প্যারালিম্পিক্সে তাঁদের সেরা পারফর্ম করতে মরিয়া। প্যারা টেবিল টেনিস মহিলাদের সিঙ্গলসে অংশ নেবেন ২ জনই। ভারতের প্যারালিম্পিক্সে অভিযান শুরু হবে আগামীকাল থেকে। ভাবিনা ও সোনালের ইভেন্ট দিয়েই শুরু ভারতের প্যারালিম্পিক্স অভিযান। যোগ্যতা নির্ণায়ক রাউন্ডে খেলতে নামবেন ২ অ্যাথলিট। ২৫, ২৬ ও ২৭ তারিখ রয়েছে যোগ্যতা নির্ণায়ক রাউন্ড। এরপর সেমিফাইনাল হবে ২৮ অগাস্ট ও ফাইনাল ২৯ অগাস্ট। ২৭ অগাস্ট তিরন্দাজি ইভেন্টে ভারতের প্যারা অ্যাথলিট হরবিন্দর সিং, বিবেক চাকিরা, রাকেশ কুমার, শ্যাম সুন্দর ও জ্যোতি নামবেন। জ্যাভলিনে ভারতের আশা দেবেন্দ্র ঝাঝারিয়া ৩০ অগাস্ট নামবেন তাঁর ইভেন্টে। ২ বার প্যারালিম্পিক্সে সোনা জয়ী দেবেন্দ্র এবার তৃতীয়বার ফের সোনা জয়ের লক্ষ্যে রয়েছেন।