টোাকিও: প্যারালিম্পিক্সে অনবদ্য সাফল্য। যার ফলে পদক তালিকায় ২৪ নম্বরে শেষ করল ভারত। এবার টোকিও অলিম্পিক্সে ৭টি পদক জিতেছিল ভারত। দুর্দান্ত সাফল্য প্রশংসা কুড়িয়েছিল দেশবাসীর। কিন্তু প্যারালিম্পিক্সে সেই সাফল্যকেও ছাপিয়ে গিয়েছে। পদক তালিকায় ২৪ নম্বরে শেষ করেছে ভারত। ১৬২টি দেশের মধ্যে ২৪ নম্বরে শেষ করেছে ভারত। ঝুলিতে রয়েছে ১৯টি পদক। যার মধ্যে ৫টি সোনা, ৮টি রুপো ও ৬টি ব্রোঞ্জ। মোট ৫৪ জন প্যারা অ্যাথলিট এবার অংশ নিয়েছিলেন এই প্যারালিম্পিক্সে।


১৯৬৮ সালে প্রথমবার প্যারালিম্পিক্সে অংশ নিয়েছিল ভারত। কিন্তু এত বড়় সাফল্য কোনওবারই পায়নি ভারতীয় দল। রিও প্যারালিম্পিক্স পর্যন্ত ভারতের ঝুলিতে ছিল ১২টি পদক। এইবার অভাবনীয় সাফল্য আসে। টোকিও প্যারালিম্পিক্সে রবিবার শেষ দিনেও ভারতের পদক জয় অব্যাহত। ব্যাডমিন্টনে সোনা জিতলেন কৃষ্ণা নাগর।  ব্যাডমিন্টনের পুরুষদের সিঙ্গলসে হংকংয়ের প্রতিপক্ষর বিরুদ্ধে ২১-১৭, ১৬-২১, ২১-১৭ ফলে বাজিমাত করলেন তিনি।   এই নিয়ে চলতি প্যারালিম্পিক্সে পঞ্চম সোনার পদক জিতল ভারত। সব মিলিয়ে  এখনও পর্যন্ত ১৯টি পদকজয় ভারতের। 


চলতি প্যারালিম্পিক্সের শেষদিনে আজ দেশকে প্রথম সাফল্য এনে দিয়েছিলেন উত্তরপ্রদেশের গৌতমবুদ্ধনগরের জেলাশাসক  সুহাস এল ইয়েথিরাজ। ব্যাডমিন্টনেই পুরুষদের সিঙ্গলস এসএল ৪ ইভেন্টে রুপোর পদক জেতেন তিনি। এরপরই এল কৃষ্ণা নাগরের সোনার সাফল্য। 


ফাইনালে এদিন শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স মেলে ধরেন কৃষ্ণা নাগর। তিন গেমের কড়া টক্করে ২১-১৭, ১৬-২১ ও ২১-১৭ তে প্রতিপক্ষকে হারিয়ে দেন তিনি। সেইসঙ্গে সোনার সাফল্য পেয়ে যান তিনি। এই নিয়ে চলতি প্যারালিম্পিক্সে  ব্যাডমিন্টনে জোড়া সোনার পদক জয় ভারতের। এর আগে প্রমোদ গগন পুরুষদের সিঙ্গলসে এসএল৩ সোনার পদক জিতেছিলেন।


টোকিও প্যারালিম্পিক্সে পদক তালিকায় শীর্ষে রয়েছে চিন। তাদের ঝুলিতে রয়েছে মোট ২০৭টি পদক। তার মধ্যে সোনা জিতেছে চিন ৯৬টি। রুপো জিতেছে ৬০টি ও ব্রোঞ্জ ৫১টি।