টোকিও: টোকিও প্যারালিম্পিক্সে ডিসকাস থ্রোয়ে ভারতের ঝুলিতে পদক। এফ ৫৬ বিভাগে ডিসকাস থ্রো-এ রুপো জিতলেন যোগেশ কাথুনিয়া। পুরুষদের এফ ৫৬ বিভাগে জীবনের সেরা থ্রো করেও অল্পের জন্য সোনা হাতছাড়া করেন যোগেশ কাথুনিয়া। ফাইনালে যোগেশ ৪৪.‌৩৮ মিটার দূরে ডিসকাস ছোঁড়েন। ৪৫.‌৫৯ মিটার দূরে ডিসকাস ছুঁড়ে সোনা জিতেছেন ব্রাজিলের বাতিস্তা ডস স্যান্টোস ক্লাউডিনে।


এদিন শুরুটা ভাল হয়নি যোগেশের। প্রথম চেষ্টায় ফাউল করেছিলেন যোগেশ। এরপর দ্বিতীয় চেষ্টায় অবশ্য ৪২.৮৪ মিটার দূরত্ব অতিক্রম করেন তিনি। তবে তৃতীয় চেষ্টায় আরও ভাল পারফর্ম করেন এই প্যারা অ্যাথলিট। ছোঁড়েন ৪৩.‌৩৮ মিটার। ফাইনাল থ্রোতে ৪৪.‌৩৮ মিটার ডিসকাস ছুঁড়ে রুপো নিশ্চিত করেন যোগেশ। এর আগেও বিশ্বমঞ্চে সাফল্য পেয়েছেন যোগেশ। ২ বছর আগে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও ব্রোঞ্জ জিতেছিলেন যোগেশ।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইটে যোগেশকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'দারুণ পারফরম্যান্স যোগেশ কাথুনিয়ার। রুপো জিতে ওঁ দেশে ফিরছে। ওঁকে দেখেই আগামী প্রজন্ম অনুপ্রাণিত হবে। যোগেশকে ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা।' 


এদিন সকাল থেকে একের পর এক পদক আসতে থাকে ভারতের ঝুলিতে। জ্যাভলিনে পদক জিতেছেন ঝাঝারিয়া রুপো ও সুন্দর সিংহ। এথেন্স, রিওর পর এবার ফের একবার টোকিওতে জ্যাভলিনে ইতিহাস গড়ে পদক জিতলেন দেবেন্দ্র। টোকিও প্যারালিম্পিক্সে  রুপো জিতেছেন এফ ৪৬ বিভাগে। সেই একই বিভাগে সুন্দর সিংহ ব্রোঞ্জ জিতেছেন। 


এর আগে প্যারালিম্পিক্সে রবিবার তিনটে পদক জিতেছিল ভারত। টেবিল টেনিসে রুপো জিতেছিলেন ভাবিনাবেন। পুরুষদের হাইজাম্পে টি ৪৭ বিভাগে ২.০৬ মিটার লাফিয়ে রুপো জিতে নিয়েছেন নিশাদ। সেই সঙ্গে গড়ে ফেলেছেন এশীয় রেকর্ডও। 


পুরুষদের ডিসকাস থ্রোয়ে এফ ৫২ ইভেন্টে ১৯.৯১ মিটার দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ জিতেছেন ভারতের বিনোদ কুমার। যদিও বিনোদের শারীরিক প্রতিবন্ধকতার ধরন নিয়ে প্রতিবাদ জানিয়েছেন প্রতিপক্ষ অ্যাথলিটরা। ডিসকাস থ্রোয়ে এফ ৫২ ইভেন্টের যোগ্যতা পেয়েছিলেন বিনোদ।