মুম্বই: এতদিন মাঠে বিরাট কোহলির আগ্রাসী মেজাজ দেখা গিয়েছে। কিন্তু ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই বিরাটকেই দেখা গেল, জেমস অ্যান্ডারসনের সঙ্গে রবিচন্দ্রন অশ্বিনের ঝামেলা থামাতে এগিয়ে গেলেন। দু জনকেই শান্ত করে খেলার মাঝে হওয়া ঝামেলা ভুলে যেতেও বললেন ভারতের অধিনায়ক।

অশ্বিনের সঙ্গে অ্যান্ডারসনের ঝামেলার সূত্রপাত চতুর্থ দিনের খেলা শেষে সাংবাদিক সম্মেলনে করা মন্তব্য নিয়ে। অ্যান্ডারসন বলেছিলেন, ভারতের পিচে বাউন্স ও মুভমেন্ট না থাকায় বিরাটের টেকনিকের খুঁত দেখা যায় না। ভারত অধিনায়কের প্রতি এই অপমানজনক মন্তব্য মেনে নিতে না পেরে অ্যান্ডারসনের সঙ্গে ঝামেলায় জড়ান অশ্বিন। তখন কোহলি ও আম্পায়ার গিয়ে অশ্বিনকে শান্ত করেন।

এই ঘটনা প্রসঙ্গে বিরাট বলেছেন, ‘এই প্রথম এমন একটা পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করছিলাম, যেটার সঙ্গে অ্যান্ডারসন জড়িত ছিল। ও সাংবাদিক সম্মলেনে যা বলেছিল, তাতে অশ্বিন অসন্তুষ্ট ছিল। আমি এ বিষয়ে কিছুই জানতাম না। মাঠেই অশ্বিন আমাকে সে কথা বলে। আমি সেটা শুনে হাসছিলাম। কিন্তু অশ্বিন বিষয়টা ভালভাবে নেয়নি। ও কোনও খারাপ শব্দ ব্যবহার না করেই অ্যান্ডারসনকে হার স্বীকার করে নিতে বলে।’

ইংল্যান্ডের অধিনায়ক অ্যালেস্টার কুক এই বিতর্ককে অবাঞ্চিত বলে আখ্যা দিলেও, বিরাটের টেকনিক প্রসঙ্গে অ্যান্ডারসনের মন্তব্যকেই সমর্থন করেছেন।