নয়ডা: ভারতের টেস্ট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্ব নিয়ে এখনই কোনও মন্তব্য করতে নারাজ কপিলদেব। তাঁর মতে, কোহলিকে আরও সময় দেওয়া উচিত। তাঁর নেতৃত্ব নিয়ে পর্যালোচনা করার সময় এখনও আসেনি।

কোহলির মতোই ভারতীয় দলের তরুণ ওপেনার লোকেশ রাহুলকেও সময় দিতে চাইছেন কপিল। তাঁর মতে, রাহুল একজন প্রতিভাবান ব্যাটসম্যান। তিনি নিশ্চয়ই খেলতে খেলতে আরও পরিণত হবেন। তিনি ব্যাটসম্যান হিসেবে কেমন, এত তাড়াতাড়ি সেই বিচার করা উচিত নয়।

টেস্ট দলের অধিনায়ক কোহলি একদিনের আন্তর্জাতিকে ভারতের সহ-অধিনায়ক। ক্রিকেটের তিনটি ফর্ম্যাটেই তিনি অসাধারণ খেলছেন। একের পর এক রেকর্ড গড়ে চলেছেন কোহলি। চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টে দ্বিশতরান করেছেন ভারত অধিনায়ক। তাঁর দলের তরুণ ওপেনার রাহুলও সুযোগ পেলেই নিজেকে প্রমাণ করছেন। টেস্টে তিনটি শতরানের পাশাপাশি একদিনের আন্তর্জাতিকেও অভিষেক ম্যাচেই শতরান করে ফেলেছেন রাহুল। তাঁর চারটি শতরানই বিদেশের মাটিতে। স্বভাবতই বিশেষজ্ঞদের নজর কেড়ে নিয়েছেন কর্ণাটকের এই তরুণ ক্রিকেটার।

কপিল অবশ্য আইপিএল বা একটি সিরিজ দেখেই কোহলি ও রাহুলের পারফরম্যান্সের বিচার করতে নারাজ। তিনি অন্তত ১০টি সিরিজ দেখতে চাইছেন। তবে কপিলের মতে, সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলের মতো দিকপাল তারকাদের অবসরের পর যে শূন্যতা তৈরি হয়েছিল, ভারতের তরুণ প্রজন্মের ক্রিকেটাররা তা পূরণ করে দিয়েছেন। কোহলি, রবিচন্দ্রন অশ্বিনের মতো ক্রিকেটাররা বাড়তি দায়িত্ব নিচ্ছেন। এর ফলেই ভারতীয় ক্রিকেট এগিয়ে চলেছে।